কিতাব আল মিউজিকা আল কবির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল-ফারাবি (প্রায় ৮৭০-৯৫০) থেকে চিত্রিত: কিতাব আল-মুসিকি আল-কবীর। বাদ্যযন্ত্রের ছবি আঁকছেন শাহরুদ।

কিতাব আল মিউসিকা আল কবির ( كتاب الموسيقى الكبير‎, গানের সেরা বই, Great Book of Music) হচ্ছে পাওরস্যের বিজ্ঞানী আল ফারাবী কর্তৃক লিখিত আরবী সংগীতের উপর পর্যালোচনা। বইটিতে মাকামাত এর গানের বিভিন্ন ফলাফল বর্ণনা করা হয়েছে। ধারণা করা হয় লেখক হারমনিক অনুপাতের পিথাগোরীয় তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। হোসেইন নাসর এবং মেহদি আমিনরাজাভি এর মতেঃ [১]

Morever, he was a master of music theory; his Kitab al-Musiqa al-Kabir (The book on great music), known in the West as a book on Arabic music, is in reality a study of the theory of Persian music of his day as well as presenting certain great philosophical principle about music, its cosmic qualities, and its influence on the soul.

বইটি জোসেফ বেন জুদাহ ইবনে আকনিন হিব্রু ভাষায় অনুবাদ করেছেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Professor Seyyed Hossein Nasr and Professor Mehdi Aminrazavi. “An Anthology of Philosophy in Persia, Vol. 1: From Zoroaster to ‘Umar Khayyam”, I.B. Tauris in association with The Institute of Ismaili Studies, 2007. Pg 135.
  2. World Music: Arab Classical ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জুলাই ২০০৬ তারিখে at National Geographic