কাসিম খান জুইনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাসিম খান জুইনি
বাংলার সুবাহদার
কাজের মেয়াদ
১৬২৮ – ১৬৩২
পূর্বসূরীফিদাই খান
উত্তরসূরীআযম খান
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু১৬৩২

কাসিম খান জুইনি (ফার্সি: قاسم خان جوینی‎‎) বাংলার সুবাহদার ছিলেন। তিনি ১৬২৮ সাল থেকে ১৬৩২ সাল পর্যন্ত বাংলার সুবাহদার হিসেবে দায়িত্ব পালন করেন।[১] ইসলাম খানের সুবাহদারি আমলে তিনি বাংলায় খাজাঞ্চি পদে কর্মরত ছিলেন।[২] তার শাসনামল পর্তুগিজদের থেকে হুগলি অধিকারের জন্য পরিচিত।[২]

কাসিম খান জুইনি ছিলেন মীর মুরাদের পুত্র।[২] মুঘম সম্রাট আকবর শাহজাদা খুররমকে (শাহজাহান) ধনুর্বিদ্যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য মীর মুরাদকে নিয়োগ প্রদান করেছিলেন। পরবর্তীতে তিনি লাহোরের বখশী পদে নিযুক্ত হয়েছিলেন।[২]

মুঘল সম্রাট শাহজাহান সিংহাসনে আরোহণ করে ফিদাই খানকে বরখাস্ত করে কাসিম খান জুইনিকে বাংলার সুবাহদার পদে নিয়োগ প্রদান করেছিলেন।[২] ১৬৩২ সালে কাসিম খান জুইনি হুগলিতে পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তিনি যুদ্ধক্ষেত্রে ধীরগতি অবলম্বন করেন ও প্রায় তিন মাস ধরে হুগলি অবরোধ করে রাখেন।[২] এর দরুন পর্তুগিজদের ক্ষয়ক্ষতি সাধিত হয় ও তারা হুগলি ত্যাগ করতে বাধ্য হয়। হুগলি অধিকারের অল্পদিন পরে ১৬৩২ সালে কাসিম খান জুইনি মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নায়েব-নাজিম আমলে ঢাকা"ইত্তেফাক। ৩ জুন ২০১৯। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "কাসিম খান জুইনি"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯