কালুদুলাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কালুদুলাই গীত বাংলা সাহিত্যের লোকগাথা বাংলা একাডেমীর নিয়মিত সংগ্রাহক চৌধুরী গোলাম আকবর মৌলভীবাজার জেলার রামপাশা গ্রাম থেকে এটি সংগ্রহ করেছিলেন। রামপাশা গ্রামের বসিন্দা আলম উল্লা ছিলেন এই গীতিকার গায়েন। চৌধুরী গোলাম আকবর ১৯৬১ সালে এটি সংগ্রহ করেন। এ গীতিকাটিতে ৬৩৩ টি পঙ্‌ক্তি আছে বলে পাওয়া যায়।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সিলেট গীতিকাঃ সমাজ ও সংস্কৃতি, ডঃ আবুল ফতেহ ফাত্তাহ; প্রস্তাবনা ২, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৫।
  2. সিলেট বিভাগের ইতিবৃত্ত: প্রাচীন লোকসাহিত্য, মোহাম্মদ মমিনুল হক, গ্রন্থ প্রকাশকাল: সেপ্টেম্বর ২০০১