কার্তিক পাল
অবয়ব
কার্তিক পাল | |
---|---|
কমরেড কার্তিক পাল | |
পলিটব্যুরো সদস্য, সিপিআইএমএল লিবারেশন | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯৭৪ | |
পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক, সিপিআইএমএল লিবারেশন | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯৭৫-২০০৮ | |
পূর্বসূরী | বিনোদ মিশ্র |
উত্তরসূরী | পার্থ ঘোষ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি, ১৯৪৭ নদীয়া, পশ্চিমবঙ্গ |
রাজনৈতিক দল | সিপিআইএমএল লিবারেশন |
দাম্পত্য সঙ্গী | মিনা পাল |
জীবিকা | রাজনীতিবিদ |
কার্তিক পাল, একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও কৃষক নেতা। তিনি সিপিআইএমএল লিবারেশন দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও একজন পলিটব্যুরো সদস্য।[১]
কার্তিক পাল ১৯৭৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের সিপিআইএমএল লিবারেশন দলের রাজ্য সম্মেলনে পার্থ ঘোষ সিপিআইএমএল লিবারেশন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের দায়িত্বে নিয়োজিত হন।[২]
কার্তিক পাল সংযুক্ত কিষাণ মোর্চ (AIKSCC) -র রাজ্য সেক্রেটারি পদেও ২০১৯ সাল থেকে নিযুক্ত রয়েছেন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Liberation for armed struggle"। The Times of India। ২০০১-১১-১৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫।
- ↑ "বৃহত্তর বামফ্রন্ট গঠনে উদ্যোগ শুরু বিমানের"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫।
- ↑ https://biswabanglasangbad.com/2021/09/24/27-september-bharat-bandh/
- ↑ "কর্পোরেট কোম্পানিগুলো ভারত ছাড়ো | Communist Party of India Marxist-Leninist Liberation"। www.ba.cpiml.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫।