কামেশ্বর পণ্ডিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কামেশ্বর পণ্ডিত ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ট্রেড ইউনিয়নবাদী এবং সাংবাদিক। পন্ডিত ১৯৫৩ সালে ভারতের কমিউনিস্ট পার্টির হিমাচল প্রদেশ শাখা প্রতিষ্ঠা করেন। [১] [২] [৩]

পন্ডিত ৩ জুন, ১৯৫৯ সালের মহাসু লোকসভা আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [৪] [৫] পন্ডিত ৬৭১২ ভোট (৮.৬৭7%) পেয়েছিলেন। [৪]

পণ্ডিত ১৯৬৪ সালে পার্টিতে বিভক্ত হলে সিপিআই-এ চলে আসেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সিপিআই-এর হিমাচল প্রদেশ রাজ্য কাউন্সিল সেক্রেটারি হিসাবে ছিলেন। [১] [২] [৩] তিনি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং সর্বভারতীয় কৃষক সভার মতো গণসংগঠনের নেতা ছিলেন। [২] পণ্ডিত বহু বছর সাপ্তাহিক হিমাচল জনতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। [২] [৬] তিনি সাপ্তাহিক হিমাচল দর্পণপাহাড়ীও প্রতিষ্ঠা করেন। [৩] [৭] তিনি বেশ কয়েকটি বই লিখেছেন এবং বেশ কয়েকটি সাময়িকী প্রকাশনায় কাজ করেছেন। [৩] তিনি সিপিআই জাতীয় কাউন্সিলের সদস্য ছিলেন। [৮]

প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া তাকে রাজ্যের গভর্নর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্রস্তাব তা ফিরিয়ে দেন। [৩]

পণ্ডিত ২৯শে জুন, ২০০১ সালে সিমলায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ranbir Sharma (১৯৭৭)। Party Politics in a Himalayan State। National। পৃষ্ঠা 78। 
  2. The Tribune. HP CPI Secy Pandit dead
  3. The Tribune. CPI pays tributes to Kameshwar Pandit
  4. Election Commission of India. Bye-election results 1952-95
  5. Asian Recorder। K. K. Thomas at Recorder Press। ১৯৫৯। পৃষ্ঠা 2711। 
  6. Press in India। Ministry of Information and Broadcasting, Government of India। ১৯৭৭। পৃষ্ঠা 125। 
  7. Press in India। Office of the Registrar of Newspapers.। ১৯৬০। পৃষ্ঠা 12। 
  8. Communist Party of India. Congress (১৯৮২)। Documents of the Twelfth Congress of the Communist Party of India, Adhikari Nagar, Varanasi, 22 to 28 March 1982। J. Sen for the Communist Party of India। পৃষ্ঠা 390।