কামায়নি এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামায়নি এক্সপ্রেস
কামায়নি এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনদ্রুতগতি
স্থানমহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ
বর্তমান পরিচালকমধ্য রেল
যাত্রাপথ
শুরুএলটিটি, মুম্বাই
বিরতি৪০
শেষবারানসি রেলওয়ে জংশন
ভ্রমণ দূরত্ব১,৬৩৬ কিমি (১,০১৭ মা)
যাত্রার গড় সময়৩০ ঘণ্টা ৪৫ মিনিট
পরিষেবার হারদৈনিক
রেল নং১১০৭১/১১০৭২
যাত্রাপথের সেবা
শ্রেণী1st class A/C sleeper, 2nd class A/C sleeper, 3rd class A/C sleeper, sleeper
আসন বিন্যাসউপলব্ধ
ঘুমানোর ব্যবস্থাব্যবস্থিত
খাদ্য সুবিধাউপলব্ধ
কারিগরি
ট্র্যাক গেজ৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) Indian gauge
পরিচালন গতি৫৩ কিমি/ঘ (৩৩ মা/ঘ) average with halts

কামায়নি এক্সপ্রেস (ট্রেন নম্বর ১১০৭১/১১০৭২) হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা পরিচালিত একটি ডেইলি এক্সপ্রেস ট্রেন যা মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস স্টেশন এবং বারাণসী রেলওয়ে স্টেশন এর মধ্যে চলাচল করে থাকে । এটি সেন্ট্রাল রেলওয়ের একমাত্র ট্রেন যা মুম্বাই হতে ভূপাল হয়ে বারাণসী চলাচল করে থাকে ।

২০১৫ সালের ৪ আগস্ট ট্রেনটি মধ্যপ্রদেশের হাড্রায় দুর্ঘটনায় পতিত হয় ।

সেবা ও সময়সূচি[সম্পাদনা]

কামায়নি এক্সপ্রেস চলাচলের মানচিত্র

ট্রেনটি প্রতিদিন মুম্বাই এর লোকমানিয়া তিলক টার্মিনাস স্টেশন এবং বারাণসী জংশন হতে চলাচল করে, প্রতিদিন প্রায় ৩০ ঘণ্টা ৪৫ মিনিট সময়ে প্রায় ১৬৩৬ কিলোমিটার(১০১৭ মাইল)পথ চলাচল করে থাকে । [১][২]

রুট এবং স্টেশন[সম্পাদনা]

ট্রেনটি ৪৩টি স্টেশনের মধ্য দিয়ে চলাচল করে থাকে, এর মধ্যে রয়েছে থানে, নাসিক, ভূষাবল, ভূপাল এবং এলাহাবাদ ও অন্যান্য ।[৩]

বগি এবং কোচ[সম্পাদনা]

কামায়ানি এক্সপ্রেস এর সাথে অন্য কোনো ট্রেন এর সাথে বগি শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট নেই । ট্রেনটি ডাব্লিউএপি-৪ লোকোমোটিভ ইঞ্জিন এর মাধ্যমে মুম্বাই লোকমানিয়া তিলক টার্মিনাস স্টেশন হতে কাটনি রেলওয়ে স্টেশন এবং কাটনি রেলওয়ে স্টেশন হতে ডাব্লিউডিএম-৩এ লোকোমোটিভ ইঞ্জিন এর মাধ্যমে বারাণসী রেলওয়ে স্টেশন পর্যন্ত চালিত হয় । ট্রেনটির ১১টি স্লিপার, ৪টি শীতাতপ নিয়ন্ত্রিত বগি এবং ৬টি সাধারন শ্রেণির কোচ রয়েছে ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Railways List of Express and Superfast Trains : Kamayani Express"Indian Railways। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৬ 
  2. "Kamayani Express Services and Schedule"। cleartrip.com। ৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৬ 
  3. "Kamayani Express - 11071 Lokmanyatilak T/LTT To Varanasi Jn/BSB"railenquiry.in। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]