বিষয়বস্তুতে চলুন

কান্নাগী (সংবাদপত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কান্নাগি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে প্রকাশিত একটি তামিল ভাষার সংবাদপত্র ছিল। ২৯ মে ১৯৫২-এ প্রাক্তন ভারতীয় জাতীয় সেনা অফিসার এস শক্তি মোহনের উদ্যোগে প্রথম অনুলিপি প্রকাশিত হয়েছিল। এটি নেতাজি প্রকাশনার সাফল্য লাভ করে যা ১৯৪৮ সালে শুরু হয়েছিল। শীঘ্রই এটি তামিলনাড়ুর নিখিল ভারত ফরওয়ার্ড ব্লকের আঞ্চলিক অঙ্গে পরিণত হয়।[]

কান্নাগি নিজেকে 'বিপ্লবী জাতীয়তাবাদী পার্থনাইটলি' হিসেবে চিহ্নিত করেছিলেন এবং এর মূলমন্ত্র ছিল 'জনগণের কাছে সর্বশক্তি'। ১৯৫৭ সাল নাগাদ কান্নাগির প্রচলন ছিল প্রায় ১০,০০০।[]

১৯৭৭ সালে কান্নাগীর প্রকাশনা বন্ধ হয়ে যায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bose, K.; Forward Bloc. Madras: 1988, Tamil Nadu Academy of Political Science. pp. 168-169