কানাল ৭
অবয়ব
কানাল ৭ | |
---|---|
উদ্বোধন | ২৭ জুলাই ১৯৯৪ |
মালিকানা | ইয়েনি দুনিয়া মেদ্যা গ্রুবু |
চিত্রের বিন্যাস | ৪:৩ |
স্লোগান | হায়াতিন তুম রেনক্লেরি কানাল ৭'দি |
দেশ | তুরস্ক |
ভাষা | তুর্কি |
প্রধান কার্যালয় | ইয়াপ, তুরস্ক |
ওয়েবসাইট | www.kanal7.com |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ডি-স্মার্ট | চ্যানেল ২৭ |
ডিজিতুর্ক | চ্যানেল ৩৪ |
তুর্কস্যাট ৩এ | ১১৭৭৭ এইচ ৪৮০০ ৫/৬ |
কানাল বা চ্যানেল সাত হল তুরস্কের সমগ্র দেশব্যাপী সম্প্রচারিত একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যেটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি ইসলামী বা ইসলামপন্থী চ্যানেল এবং তুরস্কের একেপার্টি (জাস্টিস এন্ড ডেভেলাপমেন্ট পার্টি) সহ অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে চ্যানেলটির ঘনিষ্ঠতা রয়েছে। স্যাটেলাইট ও টেরিস্ট্রিয়াল উভয় মাধ্যমেই সমগ্র দেশব্যাপী সম্প্রচারের লাইসেন্স রয়েছে চ্যানেলটির।
১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তুরস্কের প্রখ্যাত সাংবাদিক আয়শে ওনাল চ্যানেল ৭ এ একটি আলোচনা অনুষ্ঠানে প্রথমবারের মত সপ্তাহে পাঁচ দিন তুরস্কের ইহুদি, আর্মেনীয় ও তুর্কি বিভিন্ন ব্যক্তিত্বকে একত্রিত করার মাধ্যমে তুরস্কের ইতিহাসে এবং টেলিভিশন প্রোগ্রামের তালিকায় এক নতুন দিগন্তের সূচনা করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ International Women's Media Foundation, Fifteen Years of Courage: Ayse Onal ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১২ তারিখে