বিষয়বস্তুতে চলুন

কাদাখোঁচা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Snipe
ল্যাঞ্জা চ্যাগা (Gallinago stenura)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Charadriiformes
পরিবার: Scolopacidae
গণ

স্কোলোপ্যাসিডি গোত্রের তিনটি গণে মোট ২৫ প্রজাতির পানিকাটা পাখি একত্রে কাদাখোঁচা বা চ্যাগা নামে পরিচিত। এদের সবার খুব লম্বা ঠোঁট থাকে। এছাড়া দেহ কালো, মেটে, সাদা ও বাদামি বর্ণে এমনভাবে চিত্রিত যাতে এরা পরিবেশের সাথে মিশে থাকতে পারে। এদের ঠোঁটের গঠন এমন যাতে খুব সহজে কাদা থেকে পোকামাকড় ও কেঁচো খুঁচিয়ে বের করা যায়।[] Lymnocryptes গণের প্রজাতিটি শুধু এশিয়া আর ইউরোপে দেখা যায়। আর Coenocorypha গণের অন্তর্ভুক্ত প্রজাতিগুলো নিউজিল্যান্ড ও তৎসংলগ্ন দ্বীপগুলোতে দেখা যায়। অধিকাংশ কাদাখোঁচা স্বভাবে পরিযায়ী। সুস্বাদু মাংসের লোভে মানুষ এদের নির্বিচারে হত্যা করছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Snipe (bird)"। Encyclopaedia Britannica। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]