কাজী হাসান হাবিব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাজী হাসান হাবিব (২৫ ডিসেম্বর ১৯৪৯ - ২৫ ডিসেম্বর ১৯৮৮) বাংলাদেশি চিত্রশিল্পী।[১]

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

কাজী হাসান হাবিব বাংলাদেশের যশোরের উমেদপুরে ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বরে জন্মগ্রহণ করেন।[২] তিনি বগুড়ার মৃত্যুঞ্জয় স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীর্ণ হন। এরপর তিনি ১৯৭২ সালে সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে চারুশিল্পে স্নাতক ডিগ্রি লাভ করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি বিভিন্ন মাধ্যমে ছবি এঁকেছেন, এর মধ্যে রয়েছে তেলরঙ, জলরঙ, অ্যানামেল, অ্যাক্রেলিক ও প্যাস্টেল। ছবি আঁকা ছাড়াও তিনি পোস্টারচিত্র, ছাপচিত্র, রেখাচিত্র ও প্রচ্ছদশিল্পে পারঙ্গমতা দেখিয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার মোট পাঁচবার লাভ করেন।

মৃত্যু[সম্পাদনা]

শিল্পী কাজী হাসান হাবিব মাত্র ৩৯ বছর বয়সে ১৯৮৮ সালের ২৫ ডিসেম্বর কর্কট রোগে ভুগে মারা যান।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সৈয়দ আজিজুল হক (২০১২)। "হাবিব, কাজী হাসান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. http://www.theindependentbd.com/post/231162