কাজাখস্তানে যৌন উদ্দেশ্যে মানব পাচার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাগরিক এবং বিদেশীরা কাজাখস্তানের প্রশাসনিক অঞ্চলের মধ্যে এবং বাইরে যৌন উদ্দেশ্যে পাচারের শিকার হন। তাঁরা যৌনপল্লী, ব্যবসাক্ষেত্র, বাড়ি, হোটেল কক্ষ এবং এই প্রশাসনিক বিভাগের অন্যান্য স্থানে ধর্ষণের শিকার হন এবং তাঁদের ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়।

কাজাখস্তানে যৌন উদ্দেশ্যে মানব পাচার হল যৌন শোষণযৌন দাসত্বের উদ্দেশ্যে কাজাখস্তানে সংঘটিত মানব পাচার

কাজাখস্তানের নাগরিক, যাঁদের মধ্যে প্রাথমিকভাবে আছেন নারী ও মেয়েরা,[১] তাদেরকে দেশের মধ্যে এবং এশিয়ার অন্যান্য দেশে[১] ও বিভিন্ন মহাদেশে যৌন উদ্দেশ্যে পাচার করা হয়।[২] বিদেশি নাগরিকদের দেশের মধ্যে যৌন উদ্দেশ্যে পাচার করে আনা হয়।[২] শিশু, দারিদ্র্যপীড়িত মানুষ এবং অভিবাসীরা যৌন উদ্দেশ্যে পাচারের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। তাঁরা প্রতারিত হন,[২] তাঁদের হুমকি দেওয়া হয়, অথবা পতিতাবৃত্তি বা জোরপূর্বক বিবাহে বাধ্য করা হয়।[৩] তাঁদের পাসপোর্ট[২] এবং অন্যান্য নথি প্রায়ই নিয়ে নেওয়া হয়। তাঁরা শারীরিক ও মানসিক নির্যাতন এবং আঘাতের শিকার হন এবং তাঁদের সাধারণত নজরদারির মধ্যে রাখা হয় বা খারাপ অবস্থায় আটকে রাখা হয়। ধর্ষণের ফলে অনেকেই যৌনরোগে সংক্রামিত হন। কলঙ্কিত হওয়ার ভয়ে এবং তাঁদের সম্প্রদায়ের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে অনেক ভুক্তভোগী তাঁদের অভিজ্ঞতার বর্ণনা পুলিশকে দিতে ভয় পান।[২]

কাজাখস্তান সরকার তাদের যৌন-পাচার দমনের অপ্রতুল প্রচেষ্টা এবং দুর্নীতির জন্য সমালোচিত হয়েছে। পুলিশ ও কর্মকর্তাদের বিরুদ্ধেই দেশে যৌন উদ্দেশ্যে মানব পাচারের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।[৪]

কাজাখস্তান সরকার পাচার নির্মূলের জন্য ন্যূনতম মানদণ্ড পুরোপুরি এখনো পূরণ করতে পারেনি কিন্তু তা করার জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা করছে। এই প্রচেষ্টার মধ্যে আছে পাচারকারীদের ফৌজদারি জরিমানা বাড়ানোর সংশোধনী গ্রহণ করা। এছাড়া আগে বিধান ছিল ক্ষতিগ্রস্তদের কিছু অর্থ দিয়ে পাচারকারীরা নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করার বন্দোবস্ত করে নিতে পারত। বর্তমানে এই বিধান প্রত্যাহার করা হয়েছে।[৫]

বধূ অপহরণ[সম্পাদনা]

কাজাখস্তানে যৌন উদ্দেশ্যে মানব পাচারের একটি রূপ হল অসম্মতি সত্ত্বেও বধূ অপহরণ,- যেখানে নারী ও মেয়েদের জোর করে, শুধু আভাস দিয়ে বা সামাজিক চাপের মাধ্যমে বিয়ে ও গর্ভধারণে বাধ্য করা হয়।[৩][৬]

বেসরকারি প্রতিষ্ঠান[সম্পাদনা]

প্রবাসনের জন্য আন্তর্জাতিক সংস্থা দেশের যৌন উদ্দেশ্যে মানব পাচারের বিরোধিতা করে তৈরি করা প্রকল্পগুলিকে সমর্থন করে।[২][৭]

সানা সেজিম লিগ্যাল সেন্টার ফর উইমেন ইনিশিয়েটিভস কাজাখস্তানে যৌন উদ্দেশ্যে মানব পাচার বিরোধী প্রচেষ্টা পরিচালনা করে।[৭]

সুরক্ষা[সম্পাদনা]

সরকার কাজাখস্তানি ভুক্তভোগীদের জন্য সুরক্ষা প্রচেষ্টা বজায় রেখেছে, কিন্তু বিদেশী ক্ষতিগ্রস্তদের শনাক্ত ও সহায়তা করার প্রচেষ্টা নগণ্য রয়ে গেছে।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Central Asian women targetted by sex traffickers"BBC News। এপ্রিল ১০, ২০১২। 
  2. "Kazakhstan: A New Destination For Trafficked Women"Radio Free Asia। মার্চ ১৫, ২০০৬। 
  3. "The Rise of Non-Consensual Bride Kidnapping in Kazakhstan: Developing a Culturally-Informed and Gender-Sensitive Response"Wilson Center। ২০১৩। 
  4. "2019 Trafficking in Persons Report: Kazakhstan"U.S. Department of State। ২০১৯। 
  5. "2020 Trafficking in Persons Report: Kazakhstan"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Bride Abductions in Kazakhstan and Human Trafficking Discourse: Tradition vs Moral Acuity"OSU News। মার্চ ৫, ২০১৮। 
  7. "US grant to help Kazakhstan build network against human trafficking"CARAVANSERAI। এপ্রিল ২৫, ২০১৯। 
  8. "2020 Trafficking in Persons Report: Kazakhstan"। ১৯ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ 

টেমপ্লেট:Kazakhstan topics টেমপ্লেট:Sex trafficking