বিষয়বস্তুতে চলুন

কসমস ৩৮২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কসমস ৩৮২
একটি সয়ূজ ৭কে-এল১ মহাকাশযান।
অভিযানের ধরনপরীক্ষামূলক উড্ডয়ন
পরিচালকসোভিয়েত মহাকাশ কর্মসূচি
সিওএসপিএআর আইডি১৯৭০-১০৩এ
এসএটিসিএটি নং০৪৭৮৬
অভিযানের সময়কালকক্ষপথে: ৫৩ বছর, ৯ মাস ও ৭ দিন
মহাকাশযানের বৈশিষ্ট্য
মহাকাশযানসয়ূজ ৭কে-এল১ই
মহাকাশযানের ধরনসয়ূজ ৭কে-এল১ই
বাসসয়ূজ ৭কে-এল১ই
প্রস্তুতকারকওকেবি-১
অভিযানের শুরু
উৎক্ষেপণ তারিখডিসেম্বর ২, ১৯৭০, ১৭:০০:০০ (1970-12-02UTC17Z); জিএমটি
উৎক্ষেপণ রকেটপ্রোটন-কে/ডি ৮কে৮২কে
উৎক্ষেপণ স্থানবাইকোনুর, সাইট ৮১/২৩
ঠিকাদারওকেবি-১
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ
তথ্য ব্যবস্থাভূকেন্দ্রিক কক্ষপথ
আমলনিম্ন পৃথিবী কক্ষপথ
নতি৫৫.৮৭°
---- জোন্ড কর্মসূচি

কসমস ৩৮২ (রুশ: Космос 382; অর্থ: কসমস ৩৮২) হলো মহাশূন্যে অনুসন্ধানের জন্য ১৯৭০ সালে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত জোন্ড কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় ।

উৎক্ষেপণ

[সম্পাদনা]

কসমস ৩৮২-কে ব্লক ডি উচ্চ-স্তর সংযুক্ত একটি প্রোটন-কে ৮কে৮২কে বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৮১/২৩ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৭০ সালের ২ ডিসেম্বর তারিখের ১৭:০০:০০ ইউটিসিতে উৎক্ষেপণ করা হয়।

অভিযান

[সম্পাদনা]

মিশনের মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত মনুষ্যবাহী চন্দ্র কর্মসূচির মহাকাশযানের ব্লক ডি চন্দ্র কক্ষপথে সন্নিবেশ/অন্তরূত পর্যায়ে চন্দ্র কক্ষপথ সন্নিবেশে প্রজ্বলন, চন্দ্র কক্ষপথে পরিক্রমণ প্রজ্বলন এবং চূড়ান্ত চন্দ্র অন্তরূত প্রজ্বলন পরীক্ষা করা। পাঁচ দিনের অভিযাত্রায় ব্লক ডি পর্যায়টি প্রাথমিক ~১৯০ কিমি × ~৩০০ কিমি × ৫১.৬° কক্ষপথ হতে চূড়ান্তভাবে ২৫৭৭ কিমি × ৫০৮২ কিমি × ৫৫.৮৭° কক্ষপথে উন্নীত করার জন্য তিনবার প্রজ্বলিত করা হয়েছিল। ওজনহীনতা এবং ত্বরণের সময় জ্বালানী এবং অক্সিডাইজার আচরণ নিরীক্ষণ করার জন্য ব্লক ডি স্টেজে ট্যাঙ্কগুলিতে ক্যামেরা লাগানো হয়েছিল।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Zond (L1E)"space.skyrocket.de 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Orbital launches in 1970 টেমপ্লেট:সোভিয়েত মনুষ্যবাহী চন্দ্র কর্মসূচি