কলকাসুন্দা
কলকাসুন্দা Coffee senna |
|
---|---|
![]() |
|
Senna occidentalis flower | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
(শ্রেণীবিহীন): | Angiosperms |
(শ্রেণীবিহীন): | Eudicots |
(শ্রেণীবিহীন): | Rosids |
বর্গ: | Fabales |
পরিবার: | Fabaceae |
উপপরিবার: | Caesalpinioideae |
গোত্র: | Cassieae |
গণ: | Senna |
প্রজাতি: | S. occidentalis |
দ্বিপদী নাম | |
Senna occidentalis (L.) Link, 1829 |
|
প্রতিশব্দ | |
Cassia caroliniana, C. ciliata Raf. |
কলকাসুন্দা (ইংরেজি: coffee senna, coffeeweed, Mogdad coffee, negro-coffee, senna coffee, Stephanie coffee, stinkingweed বা styptic weed) (বৈজ্ঞানিক নাম: Cassia occidentalis) হচ্ছে Caesalpiniaceae পরিবারের অন্তর্গত একটি উদ্ভদি।
পরিচ্ছেদসমূহ
বিবরণ[সম্পাদনা]
এর বীজগুলি তিতা স্বাদ যুক্ত হয় । এটি হুপিং কফ, মূত্রবর্ধক হিসাবে, লিভারের অসুখে ব্যবহার করা হয়। পূর্ণবয়স্ক কলকাসুন্দা সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে গড় উচ্চতা ভাঁটফুলের চেয়ে কিছু বেশি। পাঁচ ফুটের মতো হয়। কলকাসুন্দার কাণ্ডের রং গাঢ় সবুজ ও বেশ শক্ত। বড় কলকাসুন্দার কাণ্ডের বেড় ৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে। কাণ্ডের নিচের দিক থেকেই অসংখ্য ডালপালা বের হতে দেখা যায়।কলকাসুন্দার পাতার রং গাঢ় সবুজ। কঁচি পাতা সাদটে সবুজ। যৌগিক, বহপত্রক। একটা বোঁটায় ৫-১০ জোড়া পাতা থাকে। বোঁটার দৈর্ঘ্য ১০-১২ ইঞ্চি। পাতার দৈর্ঘ্য ১.৫-২ ইঞ্চি। এর ফুল সোনালি-হলুদ রঙের, মঞ্জরী ও বোঁটা হলদেটে সবুজ। মঞ্জরী বহুপুষ্কক। একটা মঞ্জরীতে ৫-১০ টা ফুল থাকতে পারে। ফুলের ব্যাস ১ ইঞ্চি। একটা ফুলে ৫ টা পাঁপড়ি থাকে। সাধারণত ফাগুনের শুরতেই ফুল ফুটতে শুরু করে।
গুনাগুণ[সম্পাদনা]
রক্তে দোষ দূর করতে এর পাতার রস মিসরির সাথে প্রতিদিন সকালে খেলে উপকার হবে।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ আঃ খালেক মোল্লা সম্পাদিত;লোকমান হেকিমের কবিরাজী চিকিৎসা; আক্টোবর ২০০৯; পৃষ্ঠা- ১৯৮
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিপ্রজাতিতে-এ বিষয় সম্পর্কিত তথ্যে রয়েছে: কলকাসুন্দা |
![]() |
উইকিমিডিয়া কমন্সে কলকাসুন্দা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |