বিষয়বস্তুতে চলুন

কম্পিউটার-এইডেড ডিজাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সফটওয়্যারের মাধ্যমে নকশা প্রণয়নের এক সরল কার্যপ্রণালী

কম্পিউটার-এইডেড ডিজাইন (ক্যাড) হল বিভিন্ন নকশা প্রণয়ন, সম্পাদনা, বিশ্লেষণের কাজে ব্যবহৃত একক সফটওয়্যার বা সফটওয়্যারের সমষ্টি।[] এছাড়া ক্যাড সফটওয়্যার দ্বারা একজন নকশাকার তার কৃত নকশার মানোন্নয়ন ও একের অধিক নকশাকারের সাথে যোগাযোগের মাধ্যমে তার কাজে গতিশীলতা আনয়নে সক্ষমতা অর্জন করতে পারেন।[] একটি ক্যাড সফটওয়্যার সাধারণত ইলেকট্রনিক ফাইল তৈরি করতে পারে, যা সরাসরি মুদ্রণ বা বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা যায়। একটি ক্যাড সফটওয়্যারের মাধেমে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক উভয় প্রকার নকশাই প্রণয়ন সম্ভব। বর্তমান তথ্যপ্রযুক্তির জামানায় ক্যাডের মাধ্যমে সরাসরি ত্রিমাত্রিক মুদ্রণ করা সম্ভব হচ্ছে যা উৎপাদন ব্যবস্থায় এক নবদিগন্তের সূচনা করেছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Narayan, K. Lalit (২০০৮)। Computer Aided Design and Manufacturing। New Delhi: Prentice Hall of India। পৃষ্ঠা 3। আইএসবিএন 978-8120333420 
  2. Narayan, K. Lalit (২০০৮)। Computer Aided Design and Manufacturing। New Delhi: Prentice Hall of India। পৃষ্ঠা 4। আইএসবিএন 978-8120333420