কমপং সিয়েম জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমপং সিয়েম

ស្រុកកំពង់សៀម
জেলা (srok)
কমপং সিয়েম কম্বোডিয়ায় অবস্থিত
কমপং সিয়েম
কমপং সিয়েম
কম্বোডিয়ায় অবস্থান
Coordinates: ১২°০′৫২″দ ১০৫°২৫′৩″উ / ১২.০১৪৪৪°উ ১০৫.৪১৭৫০°পূ / 12.01444; 105.41750
দেশ  কম্বোডিয়া
প্রদেশ কমপং চাম
ইউনিয়ন ১৫
গ্রাম ১১২
জনসংখ্যা
(১৯৯৮)
 • মোট ৯৯,০৫৬
সময় অঞ্চল +৭
অঞ্চল কোড ০৩০৬

কমপং সিয়েম জেলা (খ্‌মের: ស្រុកកំពង់សៀម "সিয়ামের বন্দর") কম্বোডিয়ার কমপং চাম প্রদেশে অবস্থিত একটি জেলা। এই জেলাটি কমপং চাম রাজধানী শহরকে ঘিরে রয়েছে। জেলার সরকারি কেন্দ্র রাজধানী শহর কমপং চামের এমপিল লেও গ্রামে অবস্থিত। এমপিল গ্রাম শহরের কেন্দ্র থেকে ৩ কিমি পশ্চিমে অবস্থিত এবং পনম পেন থেকে সড়ক পথে ১২০ কিমি দূরে অবস্থিত। এই জেলার সীমানা শেষ হয় মেকং নদীর পশ্চিমা তীরে।[১]

ফেব্রুয়ারি ২০০৭, যুক্তরাষ্ট্র ২৯ জন স্বেচ্ছাসেবীকে এই জেলায় পাঠায় থাকার জন্য;[২] যা কম্বোডিয়ায় প্রথম শান্তি রক্ষা মিশন।[৩]সান ফ্রান্সিস্কো থেকে আসা স্বেচ্ছাসেবী দল নয় সপ্তাহ থেকে খ্‌মের ভাষা সম্পর্কে জানে এবং ইংরেজি শেখাতে শুরু করে।

অবস্থান[সম্পাদনা]

কমপং সিয়েম জেলাটি কমপং চাম প্রদেশের কেন্দ্রে অবস্থিত এবং এটিকে ঘেরাও করে আছে অন্যান্য জেলা। উত্তর দিক থেকে এটির সীমানায় রয়েছে স্টুয়েং ট্রাং জেলা এবং পূর্বে রয়েছে ক্রাচ চমার ও তবং খোম জেলা। দক্ষিণে রয়েছে সাউতিন জেলা। পশ্চিমে রয়েছে কাং মিস, প্রে চোর এবং চামকার লিউ তিনটি জেলা। তাছাড়া এর ভেতর রয়েছে ছোট কমপং চাম শহর, যা প্রদেশের রাজধানী।[৪]

সরকার[সম্পাদনা]

কমপং সিয়েম জেলার প্রশাসনিক দায়িত্ব রয়েছে হুন নুয়েংয়ের কাছে, যিনি কমপং চাম প্রদেশের প্রশাসনিক প্রধান। নিচের সারণীতে ইউনিট অনুসারে গ্রামের নাম উল্লেখ করা হয়েছে:

১. এমপিল - এমপিল লেও, চেয়ুং কাওক, সিয়া, স্রালাও

২. স্রাক - স্রাক, তামুভ

৩. কোকোর - কোকোর পির, চামকার সামসেভ, কোকোর মোয়ুই

৪. হানচে - মোন হেয়ুর, ক্রাউচ সেয়ুচ, ভিয়া তের

৫. ক্রালা - তুয়ল বেং, তুয়ল পোপেল, ত্রা কুয়ন, এমপিল ক্রুম

৬. ক্রিয়েন চ্রে - ক্রিয়েন চ্রে নং, বয়িং বাবস, এনতিক নেল, স্পিন থমেই

৭. কোহ রোকা - তা মিং, থমেই

৮. ওউ সভে - ওউ থং, খায়েল চে

৯. রুমচেক - রুমলেচ, থমেই

১০. ত্রিন - পাউন, তুয়ল চাম্বাক, তুয়ল ত্রাচ, ত্রিন

জনতাত্ত্বিক[সম্পাদনা]

এই জেলাটি ১৫টি ইউনিট (খুম) এবং ১১২টি গ্রামে (ফুম) বিভক্ত।[৫] ১৯৯৮সালের আদমশুমারী অনুসার, জেলাটির ১৮,৮৮৪টি ঘরে ৯৯,০৫৬ জন লোক বাস করতো। ৯৯,০০০ জনের বেশি জনসংখ্যা নিয়ে এটি হলো কমপং চাম প্রদেশের সবচেয়ে জনবহুল জেলা। কমপং সিয়েমের প্রতিটি ঘরে গড়ে ৫.২ জন লোক বাস করে যা কম্বোডিয়ার গ্রামাঞ্চল থেকে একটু বেশি। জেলাটিতে ৯২.০% মহিলা ও বাকি অংশ পুরুষ।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Total Road Atlas of Cambodia 2006 (3rd সংস্করণ)। Total Cambodge। ২০০৬। পৃষ্ঠা 44। 
  2. "U.S. Peace Corps starts first Cambodian mission"। Reuters। ফেব্রু ৫, ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩১ 
  3. "Decades Later, a Peaceful Invasion of Cambodia; Volunteers With U.S. Corps Adjust to a New Life Before Deployment to Countryside as Teachers"। Washington Post। মে ৬, ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩১ 
  4. "Kampong Cham Provincial Resources"। Ministry of Commerce। জানুয়ারি ৫, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৫ 
  5. "Kampong Cham Administration"। Royal Government of Cambodia। ২০০৯-০২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২০ 
  6. General Population Census of Cambodia, 1998: Village Gazetteer। National Institute of Statistics। ফেব্রুয়ারি ২০০০। পৃষ্ঠা 32–73।