কনস্টান্টিনোপল অবরোধের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কনস্টান্টিনোপল অবরোধ থেকে পুনর্নির্দেশিত)

বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনপলের উপর বেশ কয়েকটি অবরোধ আরোপ হয়। এর মধ্যে দুইটি অবরোধ সফল হয়। প্রথমটি হল ১২০৪ খ্রিষ্টাব্দে ক্রুসেডারদের অবরোধ এবং দ্বিতীয়টি হল ১৪৫৩ খ্রিষ্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদের অবরোধ।

পারস্যদেশীয় ও আরব অবরোধ[সম্পাদনা]

বুলগেরিয়া ও রুশ অবরোধ[সম্পাদনা]

গৃহযুদ্ধের সময়কার অবরোধ ও হামলা[সম্পাদনা]

ক্রুসেড[সম্পাদনা]

নাইসিয়ান অবরোধ[সম্পাদনা]

  • বুলগেরিয়ান ও নাইসিয়ান বাহিনী কর্তৃক অবরোধ। এটি ব্যর্থ হয়।
  • জর্জ একরোপলিটেস কর্তৃক ১২৪৮ একটি অবরোধ করা হয়। তবে বিস্তারিত জানা যায় না।
  • কনস্টান্টিনোপল ও গালাটায় একটি অসফল অবরোধ
  • ১২৬১ তে আলেক্সিওস স্ট্রাটেগোপোলসের অধীন বাহিনী দুর্বল প্রতিরক্ষার কারণে শহরে ঢুকে পড়ে। এর মাধ্যমে ল্যাটিন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে এবং বাইজেন্টাইন শাসন পুনপ্রতিষ্ঠিত হয়। অধিকাংশ ল্যাটিন সৈনিক লড়াইয়ে অংশ নেয়নি। সম্রাট কোনোপ্রকার প্রতিরোধ না করে পলায়ন করে। এসময় কোনো অবরোধ করা হয়নি।

উসমানীয় অবরোধ[সম্পাদনা]