কনকা (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কনকা
জন্ম
লক্ষ্মী প্রিয়া দেবিকা দেবাদোষ
পেশা
  • অভিনয়
কর্মজীবন১৯৮৯ – ২০০৬
পিতা-মাতা
আত্মীয়রঘুপতি ভেঙ্কাইয়া নাইড়ু (প্র-পিতামহ)
প্রণিকা (চাচাতো বোন)

কনকা একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

কনাকা তামিল অভিনেত্রী দেবিকার কন্যা। [১] [২] এছাড়াও তেলুগু সিনেমার প্রথম সাউন্ড ফিল্ম এর প্রযোজক রঘুপতি ভেঙ্কাইয়া নাইড়ু ছিলেন তার প্র-পিতামহ।

কর্মজীবন[সম্পাদনা]

কনকা তামিল চলচ্চিত্রকারাগাতাকরণ-এর নায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ছবিটি পরিচালনা করেছিলেন গঙ্গাই আমরন। সেসময়ে চলচ্চিত্রটি ব্লকবাস্টারের খেতাব পেয়ে এক বছরেরও বেশি সময় ধরে সিনেমাহলে চলেছিলো [৩] কনকা পেরিয়া ভিতু পান্নাক্কারন (১৯৯০), আথিসায়া পিরাভি (১৯৯০), সামুন্ডি (১৯৯২), পেরিয়া কুডুম্বাম (১৯৯৫) এবং ভিরালুকেথা ভিক্কাম (১৯৯৯) সহ অনেক তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মুকেশ, মামুট্টি এবং মোহনলালের মতো সুপারস্টার তারকাদের সাথে কয়েকটি তেলেগু এবং মালায়ালাম চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি ১০ বছরের ব্যবধানে তামিল, মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার শেষ তামিল ছবির নাম সিলুনু ওরু কাধল (২০০৬)।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র ভাষা Notes
১৯৮৯ কারাগাত্তাকরণ কামাক্ষী তামিল
থানগামানা রাসা কান্নাম্মা তামিল
১৯৯০ সীতা সীতা তামিল
মুথালালি আম্মা কাভেরি তামিল
পেরিয়া ইদাথু পিল্লাই গীতা তামিল
পেরিয়া ভেতু পান্নাক্কারান ছেল্লা মীনা তামিল
আথিসায়া পিরাভি গৌরি তামিল
দুর্গা' কান্নাম্মা তামিল
এনগা অরু আত্তুক্কারান অজানা তামিল
সাথান সোল্লাই থাত্তাতে চিত্রা তামিল
আম্মান কোভিল থিরুভিজা ভবানী তামিল
ভেল্লাইয়া দেবান সাথী তামিল
ইথির কাট্রু অনিতা তামিল
১৯৯১ কুমবাকারাই থানগাইয়াহ মানগাম্মা তামিল
সেনধোরা দেবি সেলভী তামিল
থালাত্তু কেতকুথাম্মা পেচিয়াম্মা তামিল
ব্রহ্মাশ্রী বিশ্বমিত্র সীতা তেলুগু
গডফাদার মালু মালায়ালাম
১৯৯২ পুরুষান এনাক্কু আরাসান কল্পনা তামিল
ভালু জাদা টলু বেলতু সীতা তেলুগু
বসুধা বর্ষা মালায়ালাম
এজহারা পন্নানা অশ্বথী মালায়ালাম
মুধাল কুরাল বলি তামিল
সামুন্দি পন্নুতায়ী তামিল
ভিয়েতনাম কলোনি উন্নিমল মালায়ালাম
১৯৯৩ কয়িল কালাই আরাসায়ী তামিল
সাক্কারাই দেবান ধানাম তামিল
থালি কাট্টিয়া রাসা মিথিলি তামিল
কিল্লিপেচু কেটকাবা শিবগামী তামিল
গোলানতারা ভার্থা রজনী মালায়ালাম
১৯৯৪ বার্ধক্য পুরানাম রজনী মালায়ালাম
সাকতিভেল লাল্লি তামিল
পিঙ্গামী শ্রীদেবী মালায়ালাম
জাল্লিকাট্টু কালাই রাধা তামিল
১৯৯৫ কুস্রুতিকাতু ইন্দিরা মালায়ালাম
মঙ্গলা সুথ্রাম ইন্দু মালায়ালাম
পেরিয়া কুদুমবাম জ্যোতি তামিল
১৯৯৬ কাট্টা পঞ্চায়েতু সেনবাগম তামিল
১৯৯৭ মান্নাদিয়ার পেন্নিনু চেনকোত্তা চেকান আর্চা মালায়ালাম
ভূপতি লক্ষ্মী মালায়ালাম
১৯৯৮ মান্থ্রি কোচাম্মা মায়া মালায়ালাম
সিম্মারাশি লক্ষ্মী তামিল
থালাইমুরাই নামভূমিকা তামিল
১৯৯৯ ভিরালুক্কেথা ভিক্কাম' মালু তামিল
২০০০ নারাসিমহাম ইন্দুলেখা মালায়ালাম [৪]
এ মাঝা থেন মাঝা রেখা মালায়ালাম
২০০৬ সিল্লুনু ওরু কাধাল মুগাম্বিগাই তামিল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kanaka keen on comeback, clears the air on rumours"Onmanorama (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০১৮। 
  2. S. R. Ashok Kumar (১০ মে ২০০২)। "Blend of grace and charm"The Hindu (ইংরেজি ভাষায়)। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূলঅর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজন থেকে আর্কাইভ করা। 
  3. Suganth, M (১৬ জুন ২০১৯)। "Celebrating 30 Years of Karagattakaran"The Times of India। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯ 
  4. Anu James (৬ ডিসেম্বর ২০১৪)। "Mohanlal-Mammootty Starrer 'Narasimham': 15th Anniversary Celebration in Dubai Gets Grand Response [PHOTOS]"International Business Times। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]