বিষয়বস্তুতে চলুন

কনকা গ্রুপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কনকা গ্রুপ কোং., লিমিটেড
স্থানীয় নাম
康佳集团
ধরনপাবলিক
শিল্পইলেকট্রনিক্স
প্রতিষ্ঠাকাল১৯৮০; ৪৪ বছর আগে (1980)
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
লিউ ফ্যাংশি (刘凤喜) (চেয়ারম্যানসভাপতি)
পণ্যসমূহভোক্তা ইলেকট্রনিক্স
ওয়েবসাইটkonka.com

কনকা গ্রুপ কোং., লিমিটেড (চীনা: 康佳集团) একটি চীনা ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী যার সদরদপ্তর শেনচেন, [[কুয়াংতুংয়ে অবস্থিত এবং শেনচেন স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত।

ইতিহাস

[সম্পাদনা]

এটি ১৯৮০ সালে শেনচেন কনকা ইলেক্ট্রনিক গ্রুপ কোম্পানি লিমিটেড হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৫ সালে এর নাম কনকা গ্রুপ কোম্পানি লিমিটেডে পরিবর্তন করে।[]

কোম্পানিটি ইলেকট্রনিক প্রস্তুতকারী যার সদরদপ্তর চীনের শেনচেনে অবস্থিত ও কুয়াংতুং, চীনে তাদের আরও কিছু ম্যানুফেকচারিং ফ্যাসিলিটি রয়েছে। কোম্পানিটি তাদের পণ্যসমূহ দেশীয় বাজার ও বাইরের বাজারেও বিক্রি করে।

মার্চ ২০১৮ মোতাবেক কোম্পানিটির চারটি প্রধান সাবসিডিয়ারি ছিলো।

প্রাথমিক পণ্য গ্রুপ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "KONKA GROUP CO LTD-A (000016:Shenzhen): স্টক কোট & কোম্পানি প্রোফাইল - বিজনেসউইক"। Investing.businessweek.com। ২০১৩-০৪-২৭। ২০১৩-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮