কথা রত্নাকর
![]() কথা রত্নাকর-এর সপ্তম প্রকাশের প্রচ্ছদ | |
লেখক | ধ্রুবজ্যোতি বরা |
---|---|
প্রচ্ছদ শিল্পী | বিষ্ণু তামুলী |
দেশ | ভারত![]() |
ভাষা | অসমীয়া |
ধরন | সামাজিক উপন্যাস, কল্পকাহিনী |
প্রকাশক | অন্বেষা |
প্রকাশনার তারিখ | ২০০৭ |
মিডিয়া ধরন | মুদ্রণ (কেঁচাবন্ধা) |
পৃষ্ঠাসংখ্যা | ৩৯২ |
আইএসবিএন | ৮১-৮৯০০৩-২৩-২ |
কথা রত্নাকর হল ড° ধ্রুবজ্যোতি বরা দ্বারা রচিত একটি উপন্যাস। স্বাধীনতার উত্তর কালে, অসমের পিছিয়েপড়া সমাজের একটি অনুন্নত সম্প্রদায়ের জীবনকে কেন্দ্র করে সমাজবাদী রাজনৈতিক আন্দোলন এবং মহাপুরুষীয়া ধর্মের প্রভাবে হওয়া পরিবর্তন বর্ণিত হয়েছে এই উপন্যাসটিতে।[১] দৈনিক জনসাধারণ কাগজ পর্যায়ক্রমে প্রকাশিত এই উপন্যাসটির প্রথম প্রকাশ হয় ২০০৭ সালে। কথা রত্নাকর ২০০৯ সালের সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করে।[২][৩]
কাহিনীর সারাংশ[সম্পাদনা]
কথা রত্নাকর বিস্তৃত পটভূমিতে রচিত একটি উপন্যাস। অতিকথা রূপকথায় পরিপূর্ণ আসামের গ্রাম্য জীবনের সুখ দুঃখ, হিংসা অসূয়া প্রেম ভালবাসায় নিহিত হয়ে থাকা মানবীয় প্রবৃত্তি এবং আসামের বর্ণিল নৈসর্গ উজ্জীবিত হয়ে উঠেছে কাহিনীকারের লেখনিতে। বইটির কাহিনীটি তিনটি খণ্ডে রচিত।
সমালোচনা[সম্পাদনা]
কথা রত্নাকর এক সফল উপন্যাস হিসাবে পরিগণিত হয়েছে। সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করার আগেই গ্রন্থটি তিনবার পুনর্মুদ্রণ করতে হয়েছিল।[১] বিশিষ্ট সাহিত্যিক নলিনীধর ভট্টাচার্য লিখেছেন "ঔপনিবেশিক কালপর্বের, উজনি আসামের একটি পিছিয়েপড়া কৈবর্ত সমাজের জীবন, পরিবেশ, সুখ-দুঃখ, হাঁসি-কান্না, লোভ, ক্ষোভ, বিদ্রোহ, শিক্ষাহীনতা, জাতিভেদের ঘৃণার আবর্তে দুঃখবরণ, অন্তবের্দনা এবং স্বপ্নের কলাত্মক উপস্থাপন উপন্যাসটির মূল কথা।"[১]
সাহিত্য ডট অর্গে ধ্রুবজ্যোতি শর্মা কথা রত্নাকরের গ্রন্থ আলোচনাতে লিখেছেন " একটি সমাজের ছোট-বড় সকল দিক জুড়ে ছোট-বড় কাহিনীগুলিকে কাহিনীর রূপ দিয়ে ‘কথা রত্নাকর’ যেন এক আধুনিক আখ্যান। গ্রাম্য জীবনে পরিপূর্ণ সুখ-দুঃখ, হিংসা-অসূয়ার বর্ণনায় সম্পূর্ণরূপে সফল ঔপন্যাসিক। প্রেম-ভালবাসা, সহায়তা-সহানুভূতির এক বহুল মিলনভূমি ‘কথা-রত্নাকর’ । মানবীয় প্রবৃত্তিও সুচারুভাবে পরিষ্ফুট হয়েছে উপন্যাসটিতে। শিক্ষাহীন, জাতিভেদ, সাম্প্রদায়িকতা জর্জর পিছিয়েপড়া একটি সমাজের এক সুন্দর বিশ্লেষণ। ক্ষুধা এবং অর্থনৈতিক দৈন্যতা কীভাবে মানুষের প্রবৃত্তিতে হিংসার প্রলেপ ফেলতে পারে তা উপন্যাসটিতে সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে।"[৪]
পুরস্কার এবং সম্মান[সম্পাদনা]
- "কথা রত্নাকর" ২০০৯ সালের সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করে।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ প্রথম পাতার চতুর্থ পৃষ্ঠা,কথা রত্নাকর উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "চতুর্থ" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে উদ্ধৃতি ত্রুটি:<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "চতুর্থ" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ কথা রত্নাকরের শেষ পৃষ্ঠা। অন্বেষা। ২০১০। আইএসবিএন 81-89003-23-2।
- ↑ ক খ "Poets dominate 2009 Sahitya Akademi Awards"। The Hindu। ডিসেম্বর ২৪, ২০০৯। ডিসেম্বর ২৭, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩০, ২০১৩।
- ↑ ধ্রুবজ্যোতি শর্মা (১৫ নভেম্বর, ২০১১)। "কথা রত্নাকর (ঔপন্যাসিক - ডঃ ধ্রুবজ্যোতি বরা) গ্রন্থ আলোচনা"। সাহিত্য ডট্ অর্গ। ২৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি, ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)