ককাদেউতার হাড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ককাদেউতার হাড়
উপন্যাসটির প্রচ্ছদ
লেখকনবকান্ত বরুয়া
প্রচ্ছদ শিল্পীমনজিৎ রাজখোয়া
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনআর্থ-সামাজিক উপন্যাস
প্রকাশকলয়ার্ছ বুক স্টল
প্রকাশনার তারিখ
১৯৭৪
মিডিয়া ধরনমুদ্রণ (পকাবন্ধা)
পৃষ্ঠাসংখ্যা১০৩
আইএসবিএন৯৭৮-৮১-৭৩৩১-২২৭-৪
পূর্ববর্তী বইকপিলীপরীয়া সাধু 
পরবর্তী বইগড়মা কুবরী 

ককাদেউতার হাড় (ইংরাজী: Kakadeutar Harh) অসমীয়া ঔপন্যাসিক তথা শিশু সাহিত্যিক নবকান্ত বরুয়ার একটি আর্থ-সামাজিক উপন্যাস। কপিলীপরীয়া কবিরূপে পরিচিত নবকান্ত বরুয়া ১৯৭৪ সালে প্রকাশিত উপন্যাসটির জন্য ১৯৭৫ সালে সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করেন।[১] মণিদীপ পত্রিকার পাতায় উপন্যাসটির আরম্ভ করেছিলেন। উপন্যাসটিতে লেখক একজন আইতার মুখে বৈবাহিক সম্বন্ধ গড়তে চাওয়া দুটি পরিবারের প্রায় দুশ বছরের আগের এক সম্পর্কের কথা বর্ণনা করেছেন যেখানে আহোম রাজার বিষয়বাব খোয়া দুই বিপরীত মেরুর চরিত্র ভোগাই বরুয়া এবং বাখর বরার মধ্যে ক্ষমতা এবং আত্মাভিমান নিয়ে সংঘাতর সৃষ্টি হয়েছে। এই সংঘাতের ফলে পারিবারিক অশান্তির সাথে সামাজিক অস্থিরতারও সৃষ্টি হয়েছে এবং এটিই ক্রমশ দুজন বিষয়াকে গ্রাস করে ফেলেছে। ঔপন্যাসিকের নিজের ভাষায়:

মোর বোধেরে এইটি নায়ক এবং খলনায়ক নোহোবা এখন উপন্যাস। ইয়াত যেন কেন্দ্রীয় চরিত্র 'সময়'।

— নবকান্ত বরুয়া (লেখকর এষার, ককাদেউতার হাড়)

[২]

ইতিমধ্যে উপন্যাসটির বেতার এবং মঞ্চ প্রযোজনা হওয়ার সাথে এটি হিন্দী এবং মালয়ালম ভাষাতেও অনূদিত হয়েছে।[২]

চরিত্রসমূহ[সম্পাদনা]

  • ভোগাই (ভোগেশ্বর) বরুয়া - মূল চরিত্র। জয়ধ্বজ সিংহর সময় থেকে আহোম রাজার বিষয়বাব খোয়া পরিবারের আত্মাভিমানী লোক।
  • বাখর বরা - অন্যতম প্রধান চরিত্র। কম সময়ের মধ্যে রাজার বিষয়বাব পেয়ে অহং ভাব দেখানো এক লোক।
  • মাসিন্দ্রী - বাখর বরার ভগ্নী, ভোগাই বরুয়ার সহধর্মিনী।
  • সুমলা - মাসিন্দ্রী এবং ভোগাইর কন্যা।
  • বর্হমচরীয়া - ভোগাই বরুয়ার ঘরের পুরণি লগুয়া।
  • ক'লামন - এক কুমার যে বাখরের মৃত্যুর পরে তাঁর পরিবারকে আশ্রয় দেয় এবং পলুয়ায় পাঠায়।
  • হাফিজুর হাজারিকা - ফার্সি পঢ়া বুঢ়া আপ নামে পরিচিত হাজারিকা বাব খোয়া একজন বিষয়া।
  • আইতা - কাহিনীর বর্ণনাকারী। তাঁর মুখে ঔপন্যাসিক অতীত রোমন্থনের ছলে কাহিনীটি বর্ণনা করেছেন।

কাহিনী সারাংশ[সম্পাদনা]

উপন্যাসটিতে কাহিনীকার ভাইয়ের বিয়ের কথা নিয়ে আইতাকের কাছে যায়। মেয়ের বাড়ির কথা শুনে তিনি সেই ঘরের মেয়েকে আনতে হাক দেন। এর কারণ জানতে চাইলে আইতাক একটি ভয়লাগা সাধুর মতো ইতিহাসের এক দাগলাগা অধ্যায়ের কথা বলতে থাকেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাহিত্য অকাডেমি পুরস্কার বিজয়ী অসমীয়াসকলর তথ্য"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৩ 
  2. লেখকর এষার, ককাদেউতার হাড়