বিষয়বস্তুতে চলুন

ওয়াহাব ইবনে আবদ মানাফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ওয়াহাব ইবনে আবদ মান্নাফ থেকে পুনর্নির্দেশিত)
ওহ্‌ব ইবন আবদ মানাফ
وهب بن عبد مناف
পরিচিতির কারণমুহাম্মদ (সা.)-এর নানা
দাম্পত্য সঙ্গীবাররাহ বিনত আবদুল উজ্জা
রুগাইবা বিনত জুরারাহ ইবন আদ্দাস
সন্তানআবদু ইয়াগূস ইবন ওহ্‌ব
আল-আসওয়াদ ইবন ওহ্‌ব
আমিনা বিনত ওহ্‌ব (কন্যা)
পিতা-মাতা
  • আবদ মানাফ ইবন জুহরাহ (পিতা)
  • কাইলা (হিন্দ) বিনত ওয়াজ্‌ ইবন গালিব (মাতা)
আত্মীয়হালাহ বিনত ওহাইব (ভাতিজি)
ওহাইব ইবন আবদ মানাফ (ভাই)

ওহ্‌ব ইবন আবদ মানাফ (আরবি: وهب بن عبد مناف) ছিলেন জুহরাহ ইবন কিলাব ইবন মুর্‌রাহ এর বংশধর এবং বানু জুহরাহ গোত্রের প্রধান। তিনি আমিনা বিনত ওহ্‌ব-এর পিতা এবং ইসলামের নবী মুহাম্মদ (সা.)-এর নানা ছিলেন।[]

পরিবার

[সম্পাদনা]
ওহ্‌ব ইবন আবদ মানাফের পরিবার এবং নবী মুহাম্মদ (সা.)-এর সঙ্গে তাঁর সম্পর্ক

ওহ্‌ব ইবন আবদ মানাফের প্রপিতামহ ছিলেন জুহরাহ ইবন কিলাব, যিনি কুরাইশ গোত্রের অন্তর্গত বানু জুহরাহ উপগোত্রের প্রবর্তক ছিলেন।[][] তাঁর মা ছিলেন কাইলা (হিন্দ) বিনত ওয়াজ্‌ ইবন গালিব, যিনি বানু খুজা'আ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন।[] ওহ্‌বের এক ভাই ছিলেন ওহাইব ইবন আবদ মানাফ।[]

ওহ্‌ব বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাররাহ বিনত আবদুল উজ্জা-এর সঙ্গে, যিনি কুরাইশ গোত্রের বানু আবদ আদ-দার উপগোত্রের সদস্য ছিলেন। বাররাহ, যিনি ওহ্‌বের প্রধান স্ত্রী ছিলেন, কুসাই-এর প্রপৌত্রী ছিলেন। ওহ্‌বের আরেক স্ত্রী ছিলেন রুগাইবা বিনত জুরারাহ ইবন আদ্দাস, যিনি ইয়াসরিব (মদিনা)-এর একজন বিশিষ্ট নারী ছিলেন। তাঁর পুত্র আবদু ইয়াগূস নিজেও একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন।[]

ওহ্‌ব ইবন আবদ মানাফের পর

[সম্পাদনা]

ওহ্‌ব ইবন আবদ মানাফের মৃত্যু হলে, সম্ভবত তাঁর স্ত্রী বাররাহও তখন আর জীবিত ছিলেন না (কারণ তাঁর আর কোনো উল্লেখ নেই), তখন আইয়িলাহ বাররাহর কন্যা হালাহআমিনা-কে নিজের তত্ত্বাবধানে গ্রহণ করেন। ওহ্‌বের অন্য স্ত্রী রুগাইবা তাঁর শ্বশুরবাড়ির প্রস্তাব গ্রহণ না করে বানু আদি ইবন নাজ্জার গোত্রের কায়স ইবন আমরকে বিয়ে করেন। তিনি ইয়াসরিবে (বর্তমান মদিনা) ফিরে যান এবং সেখানে তাঁদের সন্তান সালমাহ (উম্ম মুন্ধির) ও সালিত জন্ম নেয়। আইয়িলাহর নিজেরও একটি বিবাহযোগ্য কন্যা ছিল, যার নামও ছিল হালাহ।[]

যখন আবদুল্লাহ ইবন আবদুল মুত্তালিব[] উপযুক্ত বয়সে পৌঁছান, তখন তাঁর পিতা আবদুল মুত্তালিব তাঁর জন্য পাত্রীর সন্ধান শুরু করেন। আবদুল মুত্তালিবের এক চাচাতো বোন, মুত্তালিব-এর কন্যা আইয়িলাহ, ইতিমধ্যে বানু জুহরাহ গোত্রে বিবাহিত ছিলেন। তাঁর স্বামী ছিলেন জুহরাহর পৌত্র এবং ওহ্‌বের ভাই, ওহাইব।

আবদুল মুত্তালিব নিজের জন্য হালাহ-এর প্রস্তাব দেন, যদিও তাঁর বয়স তখন ৭০ বছরের বেশি ছিল। হালাহর সঠিক বয়স জানা না গেলেও, জানা যায় যে আমিনা যখন আবদুল্লাহ-কে বিয়ে করেন, তখন তাঁর বয়স ছিল আনুমানিক ১৫ বছর। উভয় কন্যাই সম্মতি দিলে এই দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ibn Hisham। The Life of the Prophet Muhammad1। পৃষ্ঠা 181। 
  2. Watt, W.Montgomery (১৯৯৮)। The History of Al-Tabari: Biographies of the Prophet's Companions and Their Successors39। State University of New York Press, Albany। পৃষ্ঠা 107। আইএসবিএন 978-0791428207 
  3. Ibn Sa'd al-BaghdadiKitab al-Tabaqat al Kabir1 
  4. Maqsood, Ruqaiyyah Waris। "The Prophet's Family Line No 6 - Abdullah, and the Birth of the Prophet"। Ruqaiyyah Waris Maqsood Dawah। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৪ 
  5. Lings, Martin (১৯৮৩)। Muhammad: His Life Based on the Earliest SourcesGeorge Allen & Unwin। পৃষ্ঠা 6। আইএসবিএন 0946621330