বিষয়বস্তুতে চলুন

ওয়ারিশ আলী মীর্জা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ওয়ারিশ আলি মির্জা খান থেকে পুনর্নির্দেশিত)
ওয়ারিশ আলি মির্জা খান
বাংলার নবাব
রাজত্ব১৯৫৯ – ১৯৬৯
পূর্বসূরিনবাব সৈয়দ ওয়াসিফ আলি মির্জা খান
পূর্ণ নাম
সৈয়দ ওয়ারিশ আলি মির্জা খান বাহাদুর
ধর্মইসলাম

সৈয়দ ওয়ারিশ আলি মির্জা খান বাহাদুর (১৪ই নভেম্বর, ১৯০১ - ১৯৬৯) ছিলেন মুর্শিদাবাদের শেষ নবাব। তিনি তার পিতা নবাব সৈয়দ ওয়াসিফ আলি মির্জা খানের উত্তরসূরি ছিলেন। তিনি দশ বছর (১৯৫৯-৬৯) রাজত্ব করেন। ১৯৬৯ সালে মৃত্যুকালে তিনি তিন পুত্র রেখে যান। কিন্তু উত্তরসূরি সংক্রান্ত স্পষ্ট নির্দেশ না থাকায়, তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মুর্শিদাবাদের নবাবের পদটি বিলুপ্ত হয়।[]

আরও দেখো

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]