এ কে এস উসগাঁওকার
অবয়ব
অচ্যুত কাশীনাথ সানাই উসগাঁওকার (আনু. ১৯২৮ - ১৬ জুন ২০২০) মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির একজন নেতা ছিলেন। তিনি ১৯৭৭ সালের ১৩ আগস্ট থেকে ২ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত গোয়া, দমন ও দিউয়ের মন্ত্রিসভায় শশীকলা ককোডকার মন্ত্রিপরিষদে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে উসগাঁওকার দয়ানন্দ বান্দোদকর মন্ত্রণালয়ে উপমন্ত্রী ছিলেন এবং গোয়া, দমন ও দিউ বিধানসভার উপ-স্পিকার হিসাবে ছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী বর্ষা উসগাঁওকারের পিতা। [১] তিনি পানজজি এলাকার মিরামারে বাস করতেন।
মৃত্যু
[সম্পাদনা]উসগাঁওকার দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে ২০২০ সালের [২] ১৬ জুন বাঁশপল্লীর গোয়া মেডিকেল কলেজে মারা যান। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Goa's emerald eyed 'Sridevi'"। www.navhindtimes.in। ২০১৪-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "वर्षा उसगावकर यांचे वडिल अन् गोव्याचे माजी मंत्री अच्युत उसगावकर यांचे निधन"। Lokmat (মারাঠি ভাষায়)। Panaji। ১৬ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |