এ কে এম এ আউয়াল
এ কে এম এ আউয়াল | |
---|---|
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ২৯ ডিসেম্বর ২০১৮ | |
পূর্বসূরী | দেলাওয়ার হোসাইন সাঈদী |
উত্তরসূরী | শ ম রেজাউল করিম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩ মার্চ ১৯৫৪ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পেশা | রাজনীতিবিদ |
এ কে এম এ আউয়াল (জন্ম: ৩ মার্চ ১৯৫৪) বাংলাদেশের রাজনীতিবিদ যিনি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]এ কে এম এ আউয়াল ৩ মার্চ ১৯৫৪ সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]এ কে এম এ আউয়াল ১৯৭০ সালে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে পিরোজপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তীতে পিরোজপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রেসিডিয়াম মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ থেকে ২০১৫ সাল পর্যন্ত পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, ২০১৫ থেকে এখন পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি।
তিনি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩] সংসদ সদস্য থাকাকালীন তিনি মুক্তিযোদ্ধা, ধর্ম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবেে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এ কে এম এ আউয়াল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২।