বিষয়বস্তুতে চলুন

এ এস এম আমানুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
এ এস এম আমানুল্লাহ
উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৮ আগস্ট ২০২৪
পূর্বসূরীমশিউর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1965-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৬৫ (বয়স ৫৯)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
দ্য ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এ এস এম আমানুল্লাহ (জন্ম: ৯ ফেব্রুয়ারি ১৯৬৫) একজন বাংলাদেশী সমাজবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

আমানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসএস (সম্মান) ও প্রথম শ্রেণিতে এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি দ্য ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সিডনি, অস্ট্রেলিয়া থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

এ এস এম আমানুল্লাহ ১৯৯৩ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে যোগ দেন। বর্তমানে তিনি এ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও পাঠদানে যুক্ত ছিলেন। তিনি আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর এমপিএইচ অ্যান্ড অ্যাপ্লায়েড সোশিওলজি প্রোগ্রামের উপদেষ্টা ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। একাধিক এনজিওর সাথেও তিনি কাজ করেছেন। বাংলাদেশ সরকার তার তাত্ত্বিক দিকনির্দেশনা এবং একাডেমিক নেতৃত্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, কারিগরি শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং উপানুষ্ঠানিক শিক্ষা খাতের জাতীয় পাঠ্যক্রমে এইচআইভি এবং এইডস সম্পর্কিত একটি পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করে।[]

এ এস এম আমানুল্লাহ ২০২৪ সালের ২৮ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ"জাগোনিউজ২৪.কম। ২৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪ 
  2. "অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ-এর জীবনবৃত্তান্ত"ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪ 
  3. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ, ৫ শর্তে নিয়োগ, প্রজ্ঞাপন জারি"প্রথম আলো। ২৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪