বিষয়বস্তুতে চলুন

এ্যাসি আজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসি আযার
২০০৮ সালে আযার মঞ্চে
জন্ম (1979-06-10) ১০ জুন ১৯৭৯ (বয়স ৪৫)
হলন, ইসরায়েল
জাতীয়তাইহুদী
পেশাটেলিভিশন উপস্থাপক
কর্মজীবন২০০৪–বর্তমান
পরিচিতির কারণউপস্থাপনা ইসরায়েলের বড় ভাই এবং দ্য নেক্সট স্টার
দাম্পত্য সঙ্গীআলবার্ট এস্কোলা (বি. ২০১৬)

আসি আযার (Assi Azar); (১০ জুন ১৯৭৯ তে জন্মগ্রহণ) একজন ইসরায়েলী টিভি ব্যক্তিত্ব। তিনি ২০১৫ পর্যন্ত এরেজ তালের সাথে বিগ ব্রাদার-ইসরায়েলের সহ উপস্থাপক ছিলেন। রোতেম সেলার সাথে দ্য নেক্সট স্টার সঞ্চালনা করেছেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আযার ইসরায়েলের হলনে জন্মগ্রহণ করেন।[] তিনি বুকহারান ইহুদী এবং ইয়েমেনী ইহুদীর বংশোধর।[]

তার প্রথম অনলাইন টিভি শো ছিল কিক। ২০০৪-০৫ এ আযার তরুণদের জন্য অনুষ্ঠান এক্সিটের সহ উপস্থাপনা করেন।[] এরপর তিনি দ্য শো, গুড ইভিনিং উইথ গাই পিনস এবং দ্য চ্যাম্পিয়ন: লকার রুমে অংশগ্রহণ করেন। ব্যাঙ্গবিদ্রুপাত্মক অনুষ্ঠান ট্র্যাপড ২৪ এবং টক টু মাই এজেন্টের অংশগ্রহণ করেছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০০৫ সালে আযার সমকামী হিসেবে আত্মপরিচয় দেন।[][] এরপর তিনি একটি প্রামাণ্য চিত্র তৈরী করেন,[] যার নাম Mom and Dad: I Have Something to Tell You.

২০১৬ সালের ১১ এপ্রিল, আযার বার্সেলোনাতে তার বন্ধু স্পেইনবাসী আলবার্ট এসকোলাকে বিবাহ করেন।

আযার একজন এলজিবিটি অধিকার আন্দোলনের উকিল। ২০০৯ সালে, তিনি আউট ম্যাগাজিনের দ্বারা বিশ্বের ১০০ জন প্রভাবশালী সমকামী ব্যক্তিদের তালিকায় উঠে আসেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Azar ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে on nrg.co.il (হিব্রু)
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭ 
  3. "Assi Azar comes out", ynet, March 31, 2005. (হিব্রু)
  4. "ASSI AZAR: Israeli TV personality and gay rights advocate"। Cornell University। Spring ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]


টেমপ্লেট:Israel-bio-stub