এস্তোনিয়ার কোট অব আর্মস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস্তোনিয়ার অস্ত্রের কোট
সংস্করণ
কম সংস্করণ
আর্মিজারএস্তোনিয়া প্রজাতন্ত্র
গৃহীত৭ আগস্ট ১৯৯০ (১৯ জুন ১৯২৫)
অন্যান্য উপাদানওক পাতার মালা বৃহত্তর বাহুকে ঘিরে রয়েছে

এস্তোনিয়ার কোট অব আর্হমস হলো একটি সোনালী ঢাল যার মধ্যে তিনটি বাম-মুখী নীল সিংহের লাল জিভসহ একটি ছবি রয়েছে, ঢালের উভয় পাশে সোনালি ওক গাছের শাখা রয়েছে। চিহ্নটি ডেনমার্কের কোট অফ আর্মস থেকে এসেছে, ডেনমার্ক ১৩-১৪ শতকে উত্তর এস্তোনিয়া এবং ১৬-১৭ শতাব্দীতে পশ্চিম এস্তোনিয়ার কিছু অংশ শাসন করেছিল।

বর্ণনা[সম্পাদনা]

এস্তোনিয়ার কোট অব আর্মস একটি সোনালী ঢাল, যার মধ্যে তিনটি হালকা নীল সিংহ প্যাসেন্ট গার্ড্যান্ট রয়েছে এবং ঢালের উভয় পাশে সোনালী ওক গাছের শাখা রয়েছে। ছোট কোট অব আর্মসে এই ওক শাখা নেই। তিনটি সিংহের এস্তোনিয়ান জাতীয় প্রতীকটি ডেনিশ রাজা দ্বিতীয় ভালদেমারের কোট অব আর্মস থেকে উদ্ভূত হয়েছিল যিনি ১২১৯ সালে উত্তর এস্তোনিয়া জয় করেছিলেন[১][২] সিংহরা বৃহত্তর কোট অফ আর্মস অফ ট্যালিন (রিভাল), এস্তোনিয়ায় ডেনিশ সরকারের কেন্দ্র এবং হারিয়া ও ভিরু -এর (জার্মান : রিটারশ্যাফটেন) অংশে পরিণত হয়েছিল।

১৩৪৬ সালে, ডেনমার্ক তার এস্তোনিয়ান অধিক্ষেত্র বিক্রি করে টিউটনিক অর্ডার স্টেটের কাছে। তিনটি সিংহ অবশ্য তালিনের বৃহত্তর কোট অফ আর্মসেরও কেন্দ্রীয় উপাদান ছিল। পরবর্তী শতাব্দীতে, তিনটি সিংহের মোটিফ এস্তোনিয়ার ডাচি, এস্তোনিয়ান নাইটহুড, এস্তোনিয়ার গভর্নরেটের কোট অব আর্মসগুলিতে স্থানান্তরিত হয় এবং রাশিয়ান সাম্রাজ্যের বৃহত্তর কোট অব আর্মসগুলিতে অন্তর্ভুক্ত হয়। সদ্য স্বাধীন দেশ রিগিকোগু (সংসদ) আনুষ্ঠানিকভাবে ১৯ জুন ১৯২৫ তারিখে[২] এস্তোনিয়ার জাতীয় কোট অব আর্মস গ্রহণ করে[১]

এস্তোনিয়ার কোট অব আর্মস এবং অন্যান্য জাতীয় প্রতীকগুলির প্রদর্শন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল 1940 সালে.সোভিয়েত ইউনিয়ন কর্তৃক এস্তোনিয়ার দখলের মাধ্যমে। প্রতীকগুলি ধীরে ধীরে সোভিয়েত-অনুপ্রাণিত প্রতীকের মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছিল। স্ট্যালিনপন্থি সোভিয়েত কর্তৃপক্ষ কোট অব আর্মস ব্যবহার করে বা এস্তোনিয়ার জাতীয় রং ব্যবহারের মাধ্যমে অনেককে নিপীড়ন করতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই কোট অব আর্মস পশ্চিম ব্লকের অকম্যুনিস্ট দেশ, এস্তোনিয়া প্রজাতন্ত্রের কূটনৈতিক প্রতিনিধি এবং এস্তোনিয়ার নির্বাসিত সরকার কর্তৃক ব্যবহৃত হয়েছিল। ৭ আগস্ট ১৯৯০ এ স্বাধীন এস্তোনিয়ান রাষ্ট্রের পুনরুদ্ধারের সংগ্রামে অন্যান্য জাতীয় প্রতীকগুলির সাথে কোট অব আর্মসটি পুনরায় গ্রহণ করা হয়েছিল, যা এই আন্দোলনে একটি উচ্চ পর্যায়রূপে চিহ্নিত করেছিল। শেষ পর্যন্ত ২০ আগস্ট ১৯৯১ এস্তোনিয়ান রাষ্ট্রের পুনরুদ্ধারের সংগ্রাম, সাফল্য অর্জন করেছিল। ৬ এপ্রিল ১৯৯৩ এ পাস হওয়া রাষ্ট্রীয় কোট অফ আর্মস আইন এর মাধ্যমে কোট অব আর্মস এর ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়।.[১][২][৩]

গ্যালারি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

টেমপ্লেট:Estonia topics

  • এস্তোনিয়ার আর্মোরিয়াল
  • এস্তোনিয়ার পতাকা
  • এস্তোনিয়ার জাতীয় প্রতীক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Estonian Institute। "National symbols of Estonia"। Estonian Institute। ১৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১২ 
  2. "The great state coat of arms of the Republic of Estonia"Estonica.org। ১৫ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২২ 
  3. "Эстонская Республика"Heraldicum (রুশ ভাষায়)। Russian Centre of Vexillology and Heraldry। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৩