এম. পি. ভিনসেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম. পি. ভিনসেন্ট

এম পি ভিনসেন্ট হলেন ত্রিশূরের একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের থেকে রাজনীতিবিদ এবং ২০১১ সালের ওল্লুর বিধানসভা কেন্দ্র থেকে কেরল বিধানসভার আইনসভার সদস্য[১][২][৩]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

ভিনসেন্ট ১৯ জানুয়ারী ১৯৬৪ সালে ত্রিশুর জেলার পুদুঘাটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে সেন্ট মেরি হাই স্কুল, চেঙ্গালোরে তার স্কুলের পড়াশোনা শেষ করেন এবং পরে ১৯৮৪ সালে ক্রাইস্ট কলেজ, ইরিঞ্জালাকুদাতে ভর্তি হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Seasoned politicians, debutants share space in Congress candidate list"The Hindu। ২০১১-০৩-২৪। ১৫ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১৭ 
  2. "LDF hopes rice scheme will work in its favour in Ollur"The Hindu। ২০১১-০৪-০৪। ২০১২-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১৭ 
  3. "M.P.VINCENT - INC - OLLUR"। National Election Watch। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১৭