এম. এস. নারায়ণ
এম. এস. নারায়ণ | |
---|---|
![]() | |
জন্ম | মাইলাভারাপু সুরিয়া নারায়াণা ১৬ এপ্রিল ১৯৫১ |
মৃত্যু | ২৩ জানুয়ারি ২০১৫ | (বয়স ৬৩)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, পরিচালক |
দাম্পত্য সঙ্গী | এম. ভি. কালা প্রপর্ণা |
সন্তান | সাসি কিরণ, বিক্রম |
পিতা-মাতা | মাইলাভারাপু বাপি রাজু |
পুরস্কার | ডকুডুর জন্য পান ফিল্মফেয়ার পুরস্কার– সেরা সহকারী অভিনেতা। ৫টি নন্দী পুরস্কার ২টি সিনেগোরস পুরস্কার বি. এ. একাডেমী - সেরা কৌতুকাভিনয় পুরস্কার |
এম. এস. নারায়ণ (১৬ এপ্রিল ১৯৫১ – ২৩ জানুয়ারী ২০১৫) হলেন তেলুগু ভাষার চলচ্চিত্রের একজন প্রবীণ ভারতীয় অভিনেতা।[১] তিনি সাধারণত তার কৌতুকাভিনয়ের জন্য অধিক পরিচিত। ২৩ জানুয়ারি ২০১৫ সালে জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন এই মহান অভিনেতা মাল্টি ওরগান ফেইলের কারণে হায়দ্রাবাদে মৃত্যুবরণ করেন।[২]
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
Below are the selected filmography of M. S. Narayana.
- ১৯৯৬: পেদারায়ুদু
- ১৯৯৭: মা নান্নাকি পেল্লি
- ১৯৯৯: সামারাসিমহা রেড্ডি
- ১৯৯৯: রামসাক্কানডু
- ২০০০: সারডুকুপোডাম রাণ্ডী
- ২০০১: আনান্দাম - বাড়ির মালিক চরিত্রে।
- ২০০২: আদি - নাগী রেড্ডি-র সহকারী হিসেবে।
- ২০০২: ইন্দ্র
- ২০০২: সনথাম - ভোগেশ্বর রাও চরিত্রে।
- ২০০৩: শিভামণি
- ২০০৩: আম্মা নান্না ও তামিলা আম্মায়ী
- ২০০৫: বানি - অধ্যাপক চরিত্রে।
- ২০০৬: আন্দারিভাদু
- ২০০৭: চিরুথা - চরণ-এর বসের চরিত্রে।
- ২০০৮: রেডি - জুনিয়র শাস্ত্রী।
- ২০১০: ডার্লিং - আপ্পালান্দাইডু চরিত্রে।
- ২০১১: ডকুডু - বোক্কা ভেঙ্কটেশ্বর রাও
- ২০১১: বদ্রিনাথ - চুপকে হিসেবে।
- ২০১২: জুলাই - সি. আই. বাল্মীকি হিসেবে।
- ২০১২: দারুভু - চিত্রগুপ্ত চরিত্রে।
- ২০১৩: কেভ্ভু কেকু - সুব্বারাও চরিত্রে।
- ২০১৩: আত্তারিন্তিকি দারেদি - বালু চরিত্রে।
- ২০১৩: বাদশাহ্ as Revenge Nageshwara Rao
- ২০১৪: আগাদু - ডাটাবেজ দান্নাইয়া
- ২০১৪: রেস গুররাম
- ২০১৫: পাতাস
- ২০১৫: শের – লুঙ্গি বাবা চরিত্রে।
পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]
- নন্দি পুরস্কার – সেরা কৌতুকাভিনেতা (পুরষ) - মা নান্নাকি পেল্লি (১৯৯৭)
- নন্দি পুরস্কার – সেরা কৌতুকাভিনেতা (পুরষ) -রামসাক্কানোডু (১৯৯৯)
- নন্দি পুরস্কার – সেরা কৌতুকাভিনেতা (পুরষ) -সারডুকুপোদাম রান্ডি (২০০০)
- নন্দি পুরস্কার – সেরা কৌতুকাভিনেতা (পুরষ) - শিভামণি (২০০৩)
- নন্দি পুরস্কার – সেরা কৌতুকাভিনেতা (পুরষ) - ডকুডু (২০১১)
- ফিল্মফেয়ার পুরস্কার সেরা সহকারী অভিনেতা – তেলুগু - ডকুডু (২০১১)
- সিনেমা পুরস্কার – সেরা অভিনেতা (বিচারক বিবেচনায়) - ডকুডু (২০১১)
গিনেস রেকর্ড[সম্পাদনা]
নারায়ণ টলিউডে তার কৌতুকাভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠেন। দিলীপ কুমার ও প্রিয়াল গর তারকাধারিত সাহেবা শুভ্রাম্মনিয়াম ছবির প্রচারণাকালে , তিনি দাবি করেন ১৯৯৭ সালে ৪৬ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু করেন। তখন থেকে, ১৭ বছরের কম সময়টিতে তিনি ৭০০টিরও বেশি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। পরে চিন্তা করেন ১৭ বছরের সময়কালে ব্রহ্মানন্দম ৭০০টিরও বেশি ছবি দিয়ে গিনেস বিশ্ব রেকর্ড করেন, যেখানে তিনি একই পরিমাণ ছবি করেন মাত্র ১৫ বছরে। পরে তার বন্ধুরা গিনেস রেকর্ডস একাডেমীতে আবেদন করেন তার পরিচিতির জন্য।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Telugu-actor-MS-Narayana-died/articleshow/45987342.cms
- ↑ Krishnamoorthy, Suresh। "Telugu comedian M.S. Narayana passes away"। The Hindu। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫।
- ↑ "M. S. Narayana claims to have broken Brahmanandam's Guinness Record"।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে M.S. Narayana (ইংরেজি)