এমা স্ট্র্যান্ডবার্গ উইঙ্কেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এমা স্ট্র‍্যান্ডবার্গ উইঙ্কেল
জন্ম১৯৯৬ (বয়স ২৭–২৮)
হলস্টাহ্যামার, সুইডেন
উচ্চতা১.৭৬ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
উপাধিমিস ওয়ার্ল্ড সুইডেন ২০১৬
মিস ইউনিভার্স সুইডেন ২০১৮
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংসোনালি
চোখের রংনীল
প্রধান
প্রতিযোগিতা
মিস ওয়ার্ল্ড সুইডেন ২০১৬
(বিজয়ী)
মিস ওয়ার্ল্ড ২০১৬
মিস ইউনিভার্স সুইডেন ২০১৮
(বিজয়ী)
মিস ইউনিভার্স ২০১৮

এমা স্ট্র‍্যান্ডবার্গ উইঙ্কেল (জন্ম ১৯৯৬) হলেন একজন সুইডিশ অভিনেত্রী ও মডেল, যিনি মিস ওয়ার্ল্ড সুইডেন ২০১৬ ও মিস ইউনিভার্স ২০১৮ খেতাব লাভ করেছেন।[১][২]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

এমা স্ট্র‍্যান্ডবার্গ উইঙ্কেল জন্মেছেন সুইডেনের হলস্টাহামারে। তিনি বেড়ে উঠেছেন সেখানেই। তিনি মারাডালেন্স বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে পড়াশোনা করেছেন।

সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ[সম্পাদনা]

মিস ওয়ার্ল্ড সুইডেন ২০১৬[সম্পাদনা]

তিনি ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড সুইডেন খেতাব লাভ করেন।[১] মূল খেতাব ছাড়াও তিনি মিস ফটোজেনিক শিরোনামের একটি উপ খেতাব লাভ করেন। তাকে বিজয়ীর মুকুট পড়িয়ে দিয়েছিলেন পূর্ববর্তী আসরের বিজয়ী নাতালিয়া ফোগেলুন্দ।

মিস ওয়ার্ল্ড ২০১৬[সম্পাদনা]

তিনি ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুইডেনের প্রতিনিধিত্ব করেছিলেন।[৩] তিনি সেখানে খেতাব জিততে পারেন নি। ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন পুয়ের্তো রিকোর স্টেফানি ডেল ভ্যালে।

মিস ইউনিভার্স সুইডেন ২০১৮[সম্পাদনা]

২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর তিনি মিস ইউনিভার্স সুইডেন ২০১৮ প্রতিযোগিতায় বিজয়ী হন।[২] ফলশ্রুতিতে তিনি মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় সুইডেনের প্রতিনিধিত্ব করার সুযোগ পান।

মিস ইউনিভার্স ২০১৮[সম্পাদনা]

তিনি ২০১৮ সালে থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় সুইডেনের প্রতিনিধিত্ব করেছিলেন।তিনি সেখানে খেতাব জিততে পারেন নি। মিস ইউনিভার্স ২০১৮ খেতাব জিতেছিলেন ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Miss World Sweden 2016 is Emma Strandberg"pageantsnews। ২৮ মে ২০১৫। ২০১৬-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৪ 
  2. "Miss Universe Sweden 2018 award goes to Emma Strandbergh"awardgoesto। ২৪ সেপ্টেম্বর ২০১৮। ৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  3. "Contestants of Miss World 2016" (ইংরেজি ভাষায়)। missworld.com। ২৭ অক্টোবর ২০১৬। ১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. News, Joel Guinto, ABS-CBN। "Catriona Gray crowned Miss Universe"ABS-CBN News