বিষয়বস্তুতে চলুন

এন এম জোসেফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এনএম জোসেফ (জন্ম: ১৮ অক্টোবর ১৯৪৩) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ৮ম কেরালা বিধানসভার সদস্য ছিলেন। [] তিনি ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বনমন্ত্রী ছিলেন। [] তিনি একাধিকবার জেনারেল সেক্রেটারি, সিনিয়র সহ-সভাপতি এবং জনতা দলের (সেকুলার) সভাপতি ছিলেন।

রাজনীতিতে নামার আগে তিনি পালার সেন্ট টমাস কলেজের অধ্যাপক ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Legislators of Kerala". (PDF). Kerala Legislature. p. 90. Retrieved 2011-03-21.
  2. "PROFESSOR N.M. JOSEPH ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুলাই ২০১১ তারিখে". State of Kerala. Retrieved 2011-03-21.