বিষয়বস্তুতে চলুন

এগমোর

স্থানাঙ্ক: ১৩°০৪′৪১″ উত্তর ৮০°১৫′৩২″ পূর্ব / ১৩.০৭৮° উত্তর ৮০.২৫৯° পূর্ব / 13.078; 80.259
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এগমোর
எழும்பூர்
এলুমপুর
চেন্নাইয়ের অঞ্চল
এগমোর চেন্নাই-এ অবস্থিত
এগমোর
এগমোর
এগমোর তামিলনাড়ু-এ অবস্থিত
এগমোর
এগমোর
স্থানাঙ্ক: ১৩°০৪′৪১″ উত্তর ৮০°১৫′৩২″ পূর্ব / ১৩.০৭৮° উত্তর ৮০.২৫৯° পূর্ব / 13.078; 80.259
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
নামকরণের কারণরেলওয়ে স্টেশন
সরকার
 • ধরনপুরনিগম
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০০৮
বিধানসভা নির্বাচন কেন্দ্রএগমোর

এগমোর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ এটি কূবম নদীর উত্তর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ আবাসিক এবং অর্থনৈতিক ও পরিবহন কেন্দ্র৷

এগমোর যাদুঘর

এগমোর রেলওয়ে স্টেশন ছিল মাদ্রাজ এবং দক্ষিণ মারাঠা রেলপথের মূল টার্মিনাস৷ পরবর্তীকালে তা ভারতীয় রেলওয়ের দক্ষিণ রেল শাখার মিটার গেজের অংশীভূত হয়৷ এটি একটি গূরুত্বপূর্ণ রেলওয়ে জংশন রয়ে যায়৷ তামিলনাড়ুর সরকারি যাদুঘরতামিলনাড়ু পুরাতত্ত্ব বিভাগ এগমোরে অবস্থিত৷ অঞ্চলে অবস্থিত সবচেয়ে পুরাতন গির্জাটি হলো ওয়েসলি চার্চ[]

ইতিহাস

[সম্পাদনা]

চোল রাজা প্রথম কুলতুঙ্গের শিলালেখে প্রথম এগমোরের উল্লেখ পাওয়া যায়৷[] চোল সাম্রাজ্যের সময়কালে এগমোর ছিলো প্রশাসনিক একক এলুমপুর নাড়ুর সদর৷[] নেল্লোর চোল রাজা বিজয়কন্দ গোপালের ১২৬৪ খ্রিস্টাব্দের দোসরা তারিখের শিলালেখতে পুলালকোট্টমের এলুমুর তুদরমুনি নামে একটি গ্রামের উল্লেখ রয়েছে৷ বিজয়নগর সাম্রাজ্যের সময়কালীন রাজা শ্রীরঙ্গনাথ যাদবরায়ের নথিপত্র অনুযায়ী এলুমুর তুদরমুনি নাড়ুর সেরুপ্পেড়ু (বর্তমান শেঠপট্টু)-র এক বাসিন্দা তিরুবোত্রিয়ুরে একটি উপাসনালয় নির্মাণ করান৷

আদিয়ার নদীর উত্তরে অবস্থিত এগমোর হলো স্থানীয় এলুমপুরের ইংরাজী অপভ্রংশ৷[] ১৭২০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তরাভুক্ত হওয়ার পরেও এগমোরের বিশেষ উন্নতি হয় নি, তবে ১৮৫৮ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ দক্ষিণ ভারতের স্বর্ণযুগ চলাকালীন এই অঞ্চলের প্রভূত উন্নতি সাধন হয়৷ এগমোর যাদুঘর হলো ব্রিটিশ আমলে এখানে নির্মিত প্রথম কোনো তাৎপর্যপূর্ণ নিদর্শন৷ ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের ঠিক পরেই এই যাদুঘরটি খোলা হয়৷ ১৮৯৬ খ্রিস্টাব্দে ক্রোড়পত্র পাওয়ার পর যাদুঘরের সমস্ত বইপত্র নিয়ে পরীক্ষামূলকভাবে কোন্নেমারা গ্রন্থাগার চালু করা হয়৷ ১৭৯৬ খ্রিস্টাব্দে এগমোর ছিলো মাদ্রাজের নিকট একমাত্র মিলিটারি মেল অর্ফ্যান এসাইলাম৷

অবস্থান

[সম্পাদনা]

এগমোরের উত্তর-পশ্চিম দিকে রয়েছে কীলবক্কম, উত্তর দিকে পুরসাইবক্কম, উত্তর-পূর্ব দিকে পার্কটাউন, পশ্চিম দিকে শেঠপট্টু, পূর্ব দিকে চিন্তাদ্রিপেট, দক্ষিণ-পশ্চিমে নুঙ্গমবক্কম ও দক্ষিণে আন্না সালাই অবস্থিত৷

রাজনীতি

[সম্পাদনা]

এগমোর বিধানসভা কেন্দ্র চেন্নাই মধ্য লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷[]

বিভিন্ন নির্মাণ

[সম্পাদনা]
এগমোর রেলওয়ে স্টেশন
এগমোর সরকারি যাদুঘর
সেন্ট অ্যান্ড্রিউস চার্চ
কোন্নেমারা গ্রন্থাগার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "100 Years of Egmore Wesley Church (1905 – 2005)"। Egmore Wesley Church। ২০১১। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৫ 
  2. Venkayya, V. (জুন ১৯০৫)। E. Hultzsch, সম্পাদক। The Triplicane Inscription of DantivarmanEpigraphia Indica8। Government of India। 
  3. ChennaiCorporation.com: The Leading Chennai Corporation Site on the Net
  4. "List of Parliamentary and Assembly Constituencies" (পিডিএফ)Tamil Nadu। Election Commission of India। ৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৮