এইচবিও (কানাডা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এইচবিও
উদ্বোধন৩০ অক্টোবর ২০০৮; ১৫ বছর আগে (2008-10-30)
মালিকানাবেল মিডিয়া
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি
(এসডিটিভি ফিডের জন্য লেটারবক্স করা ৪৮০আইতে ডাউনস্কেল করা)
দেশকানাডা
ভাষাইংরেজি
প্রচারের স্থানদেশজুড়ে
প্রধান কার্যালয়টরন্টো, অন্টেরিও
পূর্বতন নামএইচবিও কানাডা (অক্টোবর ২০০৮–জুন ২০১৯)
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ক্রেভ
টাইমশিফ্‌ট সার্ভিসএইচবিও কানাডা ১
(অঞ্চলের ভেতর ফিড)
এইচবিও কানাডা ২
(অঞ্চলের বাহির ফিড)
ওয়েবসাইটwww.crave.ca/hbo
ক্রেভওভার-দ্য-টপ টিভি

এইচবিও (পূর্বে এইচবিও কানাডা, এবং সোশ্যাল মিডিয়ায় এখনো এই নামে ডাকা) বেল মিডিয়ার মালিকানাধীন ক্রেভ (পূর্বে দ্য মুভি নেটওয়ার্ক) থেকে একটি কানাডীয় প্রিমিয়াম টেলিভিশন নেটওয়ার্ক। চ্যানেলটি বেশিরভাগ যুক্তরাষ্ট্রের এইচবিও এবং সিনেম্যাক্স থেকে নেওয়া মূল অনুষ্ঠানসমূহ এবং বিশেষ ঘটনার জন্য নিবেদিত, এর সাথেও রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

ক্রেভের অন্যান্য চ্যানেলগুলোর থেকে আলাদাভাবে ব্র্যান্ড করা হয়ে থাকলেও এইচবিও কানাডায় স্বতন্ত্র চ্যানেল হিসেবে উপলব্ধ না; এটি শুধু একটি টেলিভিশন প্রদানকারীর মাধ্যমে ক্রেভের পে টিভি সার্ভিস অথবা ক্রেভ ওটিটি স্ট্রিমিং সার্ভিসে সাবস্ক্রিপশনের সাথে রয়েছে।

হোম বক্স অফিস, ইনকর্পোরেটেড, ওয়ার্নার ব্রস. ডিসকভারির একটি বিভাগ যা এইচবিওর মার্কিন এবং আন্তর্জাতিক সার্ভিসগুলো পরিচালনা করে, কানাডীয় এইচবিও চ্যানেলের অংশীদার নয়, এবং বেল মিডিয়ার কাছে শুধু নাম, লোগো, এবং অনুষ্ঠানসমূহ লাইসেন্স করে

ইতিহাস[সম্পাদনা]

পটভূমি এবং উদ্বোধন[সম্পাদনা]

২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্যবহৃত লোগো।

২০০৮ সালের অক্টোবর মাসের আগে অনেকগুলো এইচবিওর অনুষ্ঠানসমূহ উভয় অ্যাস্ট্রাল মিডিয়ার দ্য মুভি নেটওয়ার্ক, যা সেই সময়ে শুধু পূর্ব কানাডায় উপলব্ধি করা ছিল, এবং কোরাস এন্টারটেইনমেন্টের মুভি সেন্ট্রাল, যা পশ্চিম এবং উত্তর কানাডায় প্রদান করা হচ্ছিল, এর বিভিন্ন মাল্টিপ্লেক্স চ্যানেলগুলোতে কানাডায় সম্প্রচারিত হয়েছিল। এইচবিওর কিছু অনুষ্ঠান সাধারণ কেবল বিশেষত্ব চ্যানেলে, যেমন ব্রাভো (বর্তমানে সিটিভি ড্রামা চ্যানেল) এবং শোকেস, প্রথম বার করে এবং/অথবা সেকেন্ড উইন্ডোতে সম্প্রচারিত হয়েছে।

২০০৮ সালের ২২ সেপ্টেম্বরে দ্য মুভি নেটওয়ার্ক এবং মুভি সেন্ট্রাল ঘোষণা করেছে যে সেই দুই নেটওয়ার্কগুলো একসাথে একটি নিবেদিত এইচবিও মাল্টিপ্লেক্স চ্যানেল (উভয় এসডিটিভি এবং এইচডিটিভি বিন্যাসে) প্রদান করা শুরু করবে ৩০ অক্টোবর থেকে।[১] টিএমএনের সাবস্ক্রাইবারদের জন্য এইচবিও কানাডা এমমোর এবং এমমোর এইচডি চ্যানেলগুলোকে প্রতিস্থাপন করে, এবং মুভি সেন্ট্রাল সাবস্ক্রাইবারদের জন্য চ্যানেলটি মুভি সেন্ট্রাল ৪ এবং মুভি সেন্ট্রাল ১ এইচডি চ্যানেলগুলোকে প্রতিস্থাপন করে। কারণ একক পে সার্ভিসের বিভিন্ন মাল্টিপ্লেক্স চ্যানেলগুলোর কাছে আলাদা আলাদা মালিক থাকতে পারবে না, আইন সম্পর্কে উভয় অ্যাস্ট্রাল এবং কোরাস এইবিও কানাডার পুরা মালিকানা রেখেছিল এদের যথাক্রমে মালিকানাধীন পে সার্ভিসগুলোর মনোনীত সার্ভিস এলাকাগুলিতে। কিন্তু আসলে চ্যানেলটি উভয় কোম্পানি দ্বারা একসাথে পরিচালিত হয় এবং এইচবিও কানাডার সময়সূচীটি উভয় সার্ভিসে একই,‌ কিন্তু চ্যানেলের টিএমএন ফিড পূর্ব সময় অঞ্চল সময়সূচিতে পরিচালিত ছিল এবং এই একই সময়সূচি পার্বত্য সময়ে দুই ঘণ্টা পর সম্প্রচারিত হয় মুভি সেন্ট্রাল ফিডে।

যদিও এইচবিওর প্রচুর অনুষ্ঠানসমূহ কানাডায় আগের থেকে সম্প্রচার হয়ে থাকে, নেটওয়ার্কের অনেকগুলো অন্যান্য অনুষ্ঠানসমূহ তখন সেই দেশে ব্যাপকভাবে উপলব্ধি ছিল না; এবং সেই ফাঁকটি ভরার জন্য চ্যানেলটি তৈরি করা হয়েছে।[১] বিভিন্ন সময়ে এইচবিওর ভ্রাতৃপ্রতিম সার্ভিস সিনেম্যাক্স থেকে মূল অনুষ্ঠানসমূহও সম্প্রচারিত হয়েছিল, যেমন অ্যাকশন ধারাবাহিকসমূহ যা সিনেম্যাক্স সম্প্রচার করে ২০১১ সালের আগস্ট থেকে যখন মূলধারা মূল ধারাবাহিকসমূহ অন্তর্ভুক্ত করার জন্য এর ধারাবাহিক অনুষ্ঠানমালা প্রসারিত করে (এর আগে সিনেম্যাক্সের ধারাবাহিক অনুষ্ঠানসমূহে শুধু সফ্টকোর পর্নোগ্রাফিক অনুষ্ঠানসমূহ রয়েছিল)।

কিছু এইচবিও ধারাবাহিকসমূহ যা টিএমএন অথবা মুভি সেন্ট্রালে সম্প্রচারিত ছিল প্রথমত এদের প্রধান চ্যানেলগুলোতে সিমুলকাস্ট করা ছিল, কিন্তু কিছুক্ষণ পরে এইচবিওর অনুষ্ঠানসমূহ শুধু এইচবিও কানাডায় সম্প্রচারিত হয়, টিএমএন এবং মুভি সেন্ট্রালের অন্যান্য মাল্টিপ্লেক্স চ্যানেলগুলোর থেকে আলাদা।

কানাডীয় বিষয়বস্তু প্রয়োজনীয়তা পরিতৃপ্ত করতে কিছু কানাডীয় চলচ্চিত্র এবং ধারাবাহিকও সম্প্রচারিত হয়,[১] এবং এগুলির সাথে অন্যান্য মার্কিন সূত্র থেকে অনুষ্ঠানসমূহ যাদের রাইটস উভয় টিএমএন এবং মুভি সেন্ট্রালের কাছে আছে (যেমন এইচবিও এবং সিনেম্যাক্সের প্রতিদ্বন্দ্বী শোটাইম) সেগুলিও সম্প্রচার হতে পারে। কিন্তু কিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যেগুলো কানাডার বাহিরে প্রথমে মুক্তি পায় সেগুলো এই চ্যানেলে সম্প্রচারিত হয়, যদিও সেই চলচ্চিত্রগুলো যুক্তরাষ্ট্রে এইচবিওর মূল চ্যানেলে সম্প্রচার হয়ে থাকে।

যদিও টিএমএন এবং মুভি সেন্ট্রাল দ্বারা যৌথভাবে ব্যবস্থাপনা করা থাকে, দুটি টাইমশিফ্ট করা এইচবিও কানাডার ফিডগুলি (পূর্ব/পশ্চিম), উভয় স্ট্যান্ডার্ড এবং হাই-ডেফিনিশনে, যেগুলো বহন করতে চায় সেই টেলিভিশন প্রোভাইডারগুলির মাধ্যমে দেশজুড়ে উপলব্ধ ছিল; দুটোই জাতীয়ভাবে উপলব্ধ রয়ে গেলো পুনর্গঠিত জাতীয় টিএমএন সার্ভেসের অধীনে। দ্য মুভি নেটওয়ার্ক এবং কিছু সার্ভিস প্রদানকারীরা এদের ওয়েবসাইটগুলিতে অঞ্চলের বাহিরের ফিডকে এইচবিও কানাডা ২ নামে ডাকে; অন্যান্য সার্ভিস প্রদানকারীরা সহজভাবে পূর্ব এবং পশ্চিম ফিড হিসেবে আলাদা করে রাখে।

বেল দ্বারা অর্জন, প্রসারিত অধিকার[সম্পাদনা]

২০১৩ সালের ৪ মার্চে প্রতিযোগিতা ব্যুরো বেল মিডিয়া দ্বারা অ্যাস্ট্রাল মিডিয়ার অর্জন অনুমোদিত করে।[২] ২০১৩ সালের ৬ মার্চে অর্জনের প্রস্তাবের জন্য বেল একটি নতুন আবেদন জমা দেয়;[৩] ২০১৩ সালের ২৭ জুনে সিআরটিসি একত্রীকরণটি অনুমোদিত করে,[৪] এবং কার্যকরভাবে পূর্ব কানাডায় এইচবিও কানাডা বেলের নিয়ন্ত্রণে আসে।

২০১৪ সাল পর্যন্ত এইচবিও কানাডা, অনেক সময়ে, এর চ্যানেলগুলোতে অথবা অন-ডিমান্ডে এইচবিও অনুষ্ঠানসমূহের শুধু বর্তমান সিজনগুলি প্রদান করতে দেওয়া হয়েছিল, যেহেতু আরও পুরোনো সিজনগুলির দ্বিতীয় উইন্ডো অধিকার শোকেসের মতো সাধারণ কেবল বিশেষত্ব চ্যানেলগুলোর কাছে তখনও বিক্রি হচ্ছিল। সেপ্টেম্বর মাসে বেল এবং কোরাস একটি নতুন চুক্তির ঘোষণা করে যাতে বিভিন্ন প্ল্যাটফর্মগুলির মাধ্যমে এইচবিও কানাডা এখন সব বর্তমানে প্রযোজিত এইচবিওর স্ক্রিপ্ট করা অনুষ্ঠানসমূহের সমস্ত পর্বগুলো প্রদান করতে পারবে।[৫]

এর সাথে, বেল একটি আলাদা চুক্তির ঘোষণা করে "বন্ধ হওয়া" (যেমন, যে ধারাবাহিকগুলি যা আর প্রযোজনা করা হচ্ছে না) এইচবিওর ক্যাটালগের অধিকারের জন্য, "ভবিষ্যতে শোষণের জন্য", অ্যামাজন প্রাইম ভিডিও সাথে সেই সময়ে কার্যকরী এইচবিওর মার্কিন স্ট্রিমিং চুক্তির মতো।[৬] বেল পরে ঘোষণা করে যে সেই "বন্ধ হওয়া" এইচবিও লাইব্রেরী তখন-আসন্ন স্ট্রিমিং সার্ভিস ক্রেভটিভির অংশ হবে।[৭]

২০১৫ সালের ১৯ নভেম্বরে কোরাস এন্টারটেইনমেন্ট পে টিভি বাণিজ্য ছেড়ে দেওয়ার পরিকল্পনাগুলো ঘোষণা করে, এবং বেল থেকে ২১.১ কোটি কানাডীয় ডলার আদায়ের বিনিময়ে মুভি সেন্ট্রাল বন্ধ করে দিতে রাজি হয়। বেলও ঘোষণা করে টিএমএনকে একটি জাতীয় সার্ভিস হিসেবে পুনঃউদ্বোধন করার পরিকল্পনা। এর ফলে ২০১৬ সালের ১ মার্চে এইচবিও কানাডা বেল মিডিয়ার পূর্ণাঙ্গ মালিকানায় আসে।[৮] বেল পরে এইচবিওর সাথে এর চুক্তির আরও বড় প্রসারিত এর ঘোষণা করে, যা এর যেকোনো ভিওডি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সমস্ত বর্তমান এবং লাইব্রেরি এইচবিও অনুষ্ঠানসমূহ বিতরণ করার একচেটিয়া অধিকার দেয়।[৯]

ক্রেভ পুনঃউদ্বোধন[সম্পাদনা]

২০১৮ সালের ১ নভেম্বরে বেল ঘোষণা করে যে টিএমএন এবং ক্রেভটিভি ক্রেভ হিসেবে এক সার্ভিস হয়ে পুনঃব্র্যান্ড হবে। এইচবিওর প্রথম বার সম্প্রচারিত অনুষ্ঠানসমূহ ক্রেভের স্ট্রিমিং সাবস্ক্রাইবারদের কাছে উপলব্ধি করা হয় এর নতুন "ক্রেভ + মুভিজ + এইচবিও" সাবস্ক্রিপশন স্তরের মাধ্যমে, এবং এর ফলে কানাডায় প্রথম বার এর বিষয়বস্তু ডাইরেক্ট-টু-কনজিউমার ভিত্তিতে উপলব্ধি করা হয়।[১০][১১]

২০১৯ সালের জুনের আগের দিকে এইচবিও কানাডা ব্র্যান্ডটি অপসারণ করা হয়, এর ফলে চ্যানেলটি এখন শুধু "এইচবিও" নামে ব্র্যান্ড করা হল।

২০১৯ সালের অক্টোবরে ঘোষণা করা হয়েছে যে বেল মিডিয়া ২০২০ সালের মেতে উদ্বোধন ওয়ার্নারমিডিয়ার মার্কিন স্ট্রিমিং সার্ভিস এইচবিও ম্যাক্সের ওয়ার্নার ব্রস. এর প্রযোজনা মূল ধারাবাহিকগুলোর কানাডীয় অধিকার অর্জিত করেছে।[১২] যুক্তরাষ্ট্রের থেকে আলাদা, বেশিরভাগ ম্যাক্সের মূল অনুষ্ঠানসমূহ কানাডায় সাধারণ টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল (স্ট্রিমিং উপলব্ধতা সহ), যেগুলো ক্রেভের অন্যান্য চ্যানেলগুলিতে প্রথম বার সম্প্রচার হয়েছিল, এইচবিওতে পরে পুনঃপ্রচার সহ।

২০২১ সালের শেষ দিকে পূর্বের সাধারণ ক্রেভ টিয়ারটি নতুন গ্রাহকদের জন্য বাতিল করা হয়, এর সাথে এইচবিওর সমস্ত অনুষ্ঠানসমূহ ক্রেভের প্রধান অনুষ্ঠানমালায় স্থানান্তর করা হয়।[১৩]

সম্পর্কিত সার্ভিসসমূহ[সম্পাদনা]

এইচবিও কানাডার জন্য হাই ডেফিনিশন এবং ভিডিও অন ডিমান্ড সার্ভিসগুলো চ্যানেলের উদ্বোধনের সাথে সাথেই উপলব্ধি করা হয়।

ভিডিও অন ডিমান্ড[সম্পাদনা]

প্রথমে বেশিরভাগ সার্ভিস প্রদানকারীতে এইচবিও কানাডার অনুষ্ঠানসমূহ রয়েছিল "এইচবিও কানাডা অন ডিমান্ড" বিভাগের অধীনে, যা টিএমএন অথবা মুভি সেন্ট্রালের মূল ভিওডি ফোল্ডার থেকে আলাদা করা হয়েছিল। এই বিভাগে রয়েছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, মূল এবং অর্জিত অনুষ্ঠানসমূহ, এবং সাক্ষাৎকারসহ বিশেষ বিহাইন্ড-দ্য-সিনজ ফিচার। এইচবিও কানাডা অন ডিমান্ডের ঘূর্ণায়মান অনুষ্ঠান নির্বাচনে রয়েছে নির্বাচিত নতুন ধারাবাহিক যা প্রতি শুক্রবারে যুক্ত করা হয়, পূর্বের এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত রাখা অন্যান্য ধারাবাহিক সহ।

২০১৮ সালের শেষদিকে টিএমএন থেকে ক্রেভে পরিবর্তনের সাথে সাথে, বেশিরভাগ কেবল/আইপিটিভি প্রদানকারীগুলিতে এইবিওর অনুষ্ঠানসমূহ "ক্রেভ + মুভিজ + এইচবিও" ফোল্ডারের একটি অংশ হয়ে যায় ("ক্রেভ ফোল্ডার থেকে আলাদা যেহেতু ওই ফোল্ডারে রয়েছে ক্রেভ স্ট্রিমিং সার্ভিসের বেস স্তরে উপলব্ধ অনুষ্ঠানসমূহ)।

২০২১ সালের শেষের দিকে ক্রেভের অনুষ্ঠানমালার সরলীকরণের পর, ক্রেভের সমস্ত অনুষ্ঠানসমূহ ভিওডিতে একক "ক্রেভ" ফোল্ডারে উপলব্ধি করা।

এইচবিও গো কানাডা[সম্পাদনা]

২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারিতে দ্য মুভি নেটওয়ার্ক এইচবিও গো কানাডা উদ্বোধন করে দ্য মুভি নেটওয়ার্ক গো এর অংশে, একটি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ যাতে রয়েছে এইচবিও কানাডা সার্ভিস থেকে স্ট্রিমিং বিষয়বস্তু।[১৪]

২০১৮ সালের নভেম্বর মাসে টিএমএন গো এবং এইচবিও গো কানাডা বন্ধ হয়ে যায়, সাথে টিভি এভরিওয়েয়ারে এইচবিও বিষয়বস্তু ক্রেভের ওয়েবসাইট এবং অ্যাপে একটি ব্র্যান্ড করা হাবে স্থানান্তর করা হয়।[১০][১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Wait is Over... HBO Canada Is Here: Astral Media's The Movie Network and Corus Entertainment's Movie Central Launch HBO Canada on October 30, 2008"। অ্যাস্ট্রাল মিডিয়া, কোরাস এন্টারটেইনমেন্ট, হোম বক্স অফিস, ইনকর্পোরেটেড (সংবাদ বিজ্ঞপ্তি)। ২২ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  2. BCE takeover of Astral OK’d by Competition Bureau[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], দ্য মন্ট্রিয়ল গাজেট (দ্য কানাডিয়ান প্রেস এর মাধ্যমে), ৪ মার্চ ২০১৩
  3. Astral and Bell Comment on New Acquisition Application to CRTC ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ অক্টোবর ২০১৫ তারিখে, ব্রডকাস্টার ম্যাগাজিন, ৬ মার্চ ২০১৩.
  4. CRTC approves Bell-Astral merger, সিবিসি নিউজ, ২৭ জুন ২০১৩. ২০২৩ সালের ১৪ জুলাই-এ সংগৃহিত
  5. "Bell Media and Corus Entertainment Sign Landmark Deal with HBO"বেল মিডিয়া। ৪ সেপ্টেম্বর ২০১৪। ১২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  6. "Bell Media Acquires HBO's Iconic Programming Library"বেল মিডিয়া। ৪ সেপ্টেম্বর ২০১৪। ২১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  7. "Bell launches Project Latte streaming service with entire HBO catalogue"সিবিসি নিউজ। ৩০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  8. দ্য কানাডিয়ান প্রেস এর কর্মী (১৯ নভেম্বর ২০১৫)। "Bell expanding TMN into national pay TV service; to be sole operator of HBO Canada"উইনিপেগ ফ্রি প্রেস। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  9. "Bell Media and HBO Sign Historic Agreement Bringing Canadians Unprecedented Access to HBO Programming"। বেল মিডিয়া। ১৯ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  10. "All-New Crave Features HBO Collection"টিভিকানাডা (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  11. "HBO Goes Direct to Consumer in Canada to Challenge Netflix"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  12. "Bell Media signs deal with HBO Max to strengthen Crave's streaming library"। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  13. ফ্রেন্ড, ডেভিড (২৬ অক্টোবর ২০২১)। "Crave does away with $9.99 basic package, adds mobile-only streaming option instead"দ্য কানাডিয়ান প্রেস। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  14. "The Movie Network Launches Three Video Streaming Services"। ব্রডকাস্টার ম্যাগাজিন। ২৮ ফেব্রুয়ারি ২০১৩। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]