ঊষা খদগি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Usha Khadgi For profile.JPG

ঊষা খদগি জন্ম নেপালের বীরগঞ্জে। তিনি ২০০০ সালে মিস নেপাল প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। [১] ১৯৯৯ সালে মিস পোখারা প্রতিযোগিতায় ঊষা প্রথম রানার আপ হয়েছিলেন এবং পরে তিনি ২০০০ সালে মিস বীরগঞ্জে অংশ নিয়েছিলেন এবং প্রথম রানার আপ খেতাব অর্জন করেছিলেন। একই বছর, তিনি মিস নেপাল ২০০০ এ অংশ নিয়ে মিস নেপাল খেতাব অর্জন করেছিলেন। তিনি নবম মিস নেপাল এবং বীরগঞ্জ থেকে দ্বিতীয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Miss Nepal - Go Online News"। ১৬ ডিসেম্বর ২০১৪। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৬