উল্লাপাড়া বিজ্ঞান কলেজ
উল্লাপাড়া বিজ্ঞান কলেজ | |
---|---|
ঠিকানা | |
উল্লাপাড়া রোড ঝিকিরা, উল্লাপাড়া , ৬৭৬০ | |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৪ সাল |
প্রতিষ্ঠাতা | এম. আকবর আলী, বাংলাদেশের প্রাক্তন সংসদ সদস্য |
ইআইআইএন | ১২৮৬৭৪ |
অধ্যক্ষ | মোক্তার হোসেন (ভারপ্রাপ্ত) |
লিঙ্গ | ছাত্র-ছাত্রী |
বয়সসীমা | ১৬-১৮ |
ভর্তি | রাজশাহী শিক্ষা বোর্ড |
ভাষা | বাংলা,ইংরেজি |
শিক্ষায়তন | ৫ একর |
ক্রীড়া | ভলিবল , ফুটবল , ক্রিকেট , দাবা, ক্যারাম |
বোর্ড | রাজশাহী শিক্ষাবোর্ড |
উল্লাপাড়া বিজ্ঞান কলেজ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলায় অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]এম. আকবর আলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সংসদ সদস্য[২] ১৯৯৪ সালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। এটি উল্লাপাড়া পৌরসভার অন্তর্গত ঝিকিরা মহল্লায় অবস্থিত।
প্রাতিষ্ঠানিক পরিচিতি
[সম্পাদনা]উল্লাপাড়া বিজ্ঞান কলেজ একটি সহশিক্ষা প্রতিষ্ঠান। কলেজ ক্যাম্পাসটি ৫ একর জায়গার উপর অবস্থিত।
ভর্তি পরীক্ষা
[সম্পাদনা]ভর্তি পরীক্ষা হয়না।
শিক্ষাক্রম
[সম্পাদনা]উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষাক্রম বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচী দ্বারা পরিচালিত হয়। ছাত্র-ছাত্রীদেরকে বাংলাদেশের সাধারণ শিক্ষার উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য অনুমোদিত চারটি বিভাগের যে কোন একটি বিভাগের অধীনে পড়াশোনা করতে হয়। বিভাগসমূহ হল - বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এবং ব্যবসায় প্রশাসন।
শিক্ষাগত সাফল্য
[সম্পাদনা]এখান হতে প্রতি বছর বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুজগ পায়।
ক্যাম্পাস
[সম্পাদনা]ভবন
[সম্পাদনা]একাডেমিক ভবন ২ টি
ইউনিফর্ম
[সম্পাদনা]সাদা শার্ট,ব্লু প্যান্ট ও সাদা সু
শিক্ষাক্রম বহির্ভূত কর্মকাণ্ড
[সম্পাদনা]প্রকাশনা
[সম্পাদনা]উল্লাপাড়া বিজ্ঞান কলেজ প্রতি বছর একটি বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করে থাকে।
তথ্যসমূহ
[সম্পাদনা]- ↑ http://www.bangladeshyellowpages.com/details/175952 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ অক্টোবর ২০১২ তারিখে BD Yellow Pages
- ↑ http://www.parliament.gov.bd/M_P%20List-300.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ আগস্ট ২০১৩ তারিখে বাংলাদেশের অষ্টম সংসদের সদস্যদের তালিকা