বিষয়বস্তুতে চলুন

উলট্রাশাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উলট্রাশাল
মানচিত্র
অবস্থানবার্গ আম লাইম, মিউনিখ, জার্মানি
স্থানাঙ্ক৪৮°৭′২৪″ উত্তর ১১°৩৬′৩০″ পূর্ব / ৪৮.১২৩৩৩° উত্তর ১১.৬০৮৩৩° পূর্ব / 48.12333; 11.60833
পরিচালকUltraschall GmbH
নির্মাণ
নির্মিত১৯৫০
উদ্বোধনজুন ১৯৯৪
বন্ধজানুয়ারি, ২০০৩
ওয়েবসাইট
Ultraschall

উলট্রাশাল মিউনিখে অবস্থিত একটি নাইটক্লাব। ১৯৯৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এটি কার্যক্রম চালু ছিলো। ১৯৯০ সময়কার জার্মানির টেকনো সংস্কৃতিতে সবচেয়ে পরিচিত ক্লাবের মধ্যে অন্যতম।[১] ফেজম্যাগ এর সূত্রমতে, " অনেক টেকনো ভক্তের জন্য ট্রেজরের পাশাপাশি উল্ট্রাশাল সবচেয়ে মূল ধরানার টেকনোক্লাব হিসেবে জনপ্রিয় ছিলো।" [২]

ইতিহাস ও বর্ণনা[সম্পাদনা]

উৎপত্তি[সম্পাদনা]

মিউনিখের কালচারস্টেশোন হিসেবে পরিচিত, ওবারফুরিঙ এর মাসিক আল্ট্রাওয়ার্ল্ড পার্টি বা পাঙ্গিক কনসার্টে আয়োজন করা হত।[৩] টেকনোক্লাবগুলো তখনকার বার্লিনে জনপ্রিয় হতে থাকা ট্রেজরপ্লানেট ক্লাব দ্বারা অনুপ্রেরিত হয়। তদকালীন সময়ে ক্লাবগুলোতে বায়ুপ্রবাহের পূর্ণ ব্যবস্থা ছিলো না। প্রতি দুই ঘণ্টা অন্তর গান বন্ধ করে জানালা খুলে ক্লাবে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ করার দরকার হতো।

উল্ট্রাশাল ১[সম্পাদনা]

পিটার ওয়াসা, ডেভিড সুস এবং দোরোতেয়া জেনকার ১৯৯৪ সালের ১৭ই জুন প্রথম উল্ট্রাশাল ক্লাব খুলেন। ক্লাবের ঘরটি এর আগে মিউনিখ-রিয়েম বিমানবন্দরের পুরনো রান্নাঘর হিসেবে ব্যবহৃত হত। এর আগে শুধুমাত্র কিছু নির্দিষ্ট ভেন্যু- পার্কক্যাফে, টানযলোকাল গ্রোসেনোয়ান, বাবালু ক্লাব এই ধরনের টেকনো সঙ্গীতের আয়োজন করতো। এছাড়াও কিছু অনিয়মিত রেইভ টেকনো সঙ্গীতের আয়োজন করতো। [৩] প্রথমবার মাত্র ১২০ জন অতিথির সামনে জেফ মিল সঙ্গিগীত পরিবেশোনা করে। এরপর ক্লাবে প্রবেশের নির্ধারিত মূল্য বাতিল করা হলে ধীরে ধীরে জনসমাগম বেড়ে যায়। ক্লাবটির বিশেষ আকর্ষণ ছিলো এর ভেতরের দিকে সাদা সিরামিক টাইলে আচ্ছাদিত ছিলো।[৪] এছাড়াও, ক্লাবের সজ্জার বড় অংশ বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র দ্য হাই ক্রুসেড দ্বারা অনুপ্রাণিত হয়ে নভোযান আদলে করা হয়েছিলো।[৫] এরকম আকর্ষণীয় সজ্জা ও অভিজ্ঞতার মাত্রার আয়োজন ক্লাবটিকে একটি আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিলো।[৬] এখানে ক্রি মেম্বার হিসেবে কাজ করেছে এরকম ডিজের তালিকায় আছে ডিজে হেল, মনিকা ক্রুজ, রিচার্ড বারতয, এসিড মারিয়া।[৪] উল্ট্রাশালের পার্টির ধারণা গুলো পরীক্ষামূলক ও বন্য ছিলো। মনিকা ক্রুজ উল্লেখ করে, একবার সম্পূর্ণ ডান্সফ্লোর বিশাল বিছানার আদলে করা হয়। অতিথিরা মাশরুম গ্রহণ করে নিজেদের বাদ্যযন্ত্র নিয়ে মেঝেতেই শুয়ে পড়ে আর গল্প করে। [৭] ১৯৯৬ সালের গ্রীষ্মে মিউনিখের পুরনো বিমানবন্দরের কাজে জায়গাটির প্রয়োজন হলে ক্লাবটি বন্ধ করে দেয়া হয়।

সাহিত্য[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

  • উইকিমিডিয়া কমন্সে Ultraschall সম্পর্কিত মিডিয়া দেখুন।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hitzler, Ronald; Pfadenhauer, Michaela (১৯৯৮)। "A posttraditional society: Integration and distinction within the techno scene"। Loss of safety? Lifestyles between multi-optionality and scarcity. (জার্মান ভাষায়)। পৃষ্ঠা 85। আইএসবিএন 978-3-531-13228-0ডিওআই:10.1007/978-3-322-83316-7 
  2. "20 legendäre Clubs, die es leider nicht mehr gibt"। Faze Magazin। ১১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  3. Hecktor, Mirko; von Uslar, Moritz (১ নভেম্বর ২০০৮)। Mjunik Disco – from 1949 to now (জার্মান ভাষায়)। পৃষ্ঠা 212, 225। আইএসবিএন 978-3936738476 
  4. Von Thülen, Sven (৬ অক্টোবর ২০১৪)। "Nightclubbing: Munich's Ultraschall"। Red Bull Music Academy Daily। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  5. Gruban, Patrick (২১ মে ১৯৯৫)। "Ultraschall"। X-Letter। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  6. "Take a virtual trip through Munich's most famous 90's techno club"Electronic Beats। ১৩ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  7. Woolaver, Alex (২৫ অক্টোবর ২০১৮)। "Interview with Monika Kruse" (German ভাষায়)। Festicket। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯