উম্ম আস সাব্বান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উম্ম সাবান থেকে পুনর্নির্দেশিত)

উম্ম সাবান ( আরবি: ام الصبان ) হলেঅ বাহরাইনের একটি দ্বীপ। এটি বাহরাইন দ্বীপের উত্তর-পশ্চিম কোণে, বুদাইয়া গ্রামের কাছে এবং পারস্য উপসাগরে অবস্থিত জিদ্দা দ্বীপের পূর্বে অবস্থিত। এটা রাজধানী মানামার ১৫ কিমি (৯.৩ মা) পশ্চিমে বাহরাইন দ্বীপে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

বর্তমান বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফার চাচা এবং প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফার ভাই শেখ মোহাম্মদ বিন সালমান আল খলিফার ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপটি। শেখ মোহাম্মাদ রেনামেদ মুহাম্মাদিয়া নামে নামকরণ করেছে। (যেমন নিজে পরে দ্বীপ নতুন নামকরণ আরবি: المحمدية )

১৯৩০-এর দশকে, বাহরাইনের শাসক ক্যালটেক্সের আমেরিকান তেল নির্বাহী ম্যাক্স থর্নবার্গকে দ্বীপটি উপহার হিসেবে দিয়েছিলেন। তিনি এটিকে তার ব্যক্তিগত বাসভবন ও অফিস হিসেবে ব্যবহার করতেন।

ভূগোল[সম্পাদনা]

গ্রামে জেলেদের একটি পরিবার রয়েছে যারা দ্বীপের উপকূলে বিদেশী শামুকের জন্য মাছ ধরে।

প্রশাসন[সম্পাদনা]

দ্বীপটি উত্তর গভর্নরেটের অন্তর্গত।

ছবির গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]