উম্মে ফাতেমা নাজমা বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংসদ সদস্য
উম্মে ফাতেমা নাজমা বেগম
একাদশ জাতীয় সংসদের ১২ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৮ মে ২০১৯ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্মশিউলী
(1972-10-02) ২ অক্টোবর ১৯৭২ (বয়স ৫১)[১]
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীএ কে এম ইকবাল আজাদ
শিক্ষাএসএসসি[১]
পেশারাজনীতি
জীবিকাউদ্যোক্তা
যে জন্য পরিচিতমহিলা রাজনীতি

উম্মে ফাতেমা নাজমা বেগম (জন্ম ২রা অক্টোবর ১৯৭২) যিনি শিউলি আজাদ নামে পরিচিত, হলেন একজন রাজনীতিবিদ, বাংলাদেশী উদ্যোক্তা এবং সংসদ সদস্য। শিউলি আজাদ একাদশ জাতীয় সংসদে ১২ নং সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[২]

প্রথম জীবন[সম্পাদনা]

শিউলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা হলেন গৃহিনী।[৩]

রাজনীতিক জীবন[সম্পাদনা]

তার স্বামীর হত্যাকাণ্ডের পর, শিউলি আজাদ রাজনীতিতে প্রবেশ করেন। তখন সরাইল আওয়ামী লীগ কমিটি ভেঙ্গে দেয়া হয় এবং শিউলি আজাদ উপজেলা ইউনিটের সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তারপরে, শিউলি আজাদ তার শহীদ স্বামীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা শিউলি আজাদের নেতৃত্বে একত্রিত হন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নির্বাচনী এলাকাঃ ৩১২ মহিলা আসন-১২"parliament.gov.bd। ৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯ 
  2. "শিউলী আজাদ এমপি হওয়ায় সরাইলে উল্লাস"mzamin.com। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯ 
  3. "সংরক্ষিত নারী আসন : আলোচনায় ব্রাহ্মণবাড়িয়ার ৬ নারী"dailynayadiganta.com। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯ 
  4. "ইকবাল আজাদের স্বপ্নপূরণ এমপি শিউলী আজাদ,আনন্দে ভাসছে সরাইল"brahmanbaria24.com। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯