উবাংগি নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উবাংগি নদী
Ubangi 21.43546E 4.35078N.jpg
দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র,
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং
 কঙ্গো প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র
অববাহিকার বৈশিষ্ট্য
মোহনা্ত্র
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য১.১২০ কিলোমিটার

উবাংগি নদী (ইংরেজি: Ubangi River) মধ্য আফ্রিকার একটি নদী। এটি কঙ্গো নদীর প্রধান উপনদী। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর উত্তরাংশে ইয়াকোমার কাছে উয়েলে নদী এবং ম্‌বোমু নদীর সম্মিলনে এর উৎপত্তি এবং এখান থেকে নদীটি উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে সীমান্ত গঠন করেছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ফর দ্য পোসেল-এর কাছে নদীটি দক্ষিণ-পশ্চিমে বাঁক নিয়ে আবার গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং কঙ্গো প্রজাতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত তুম্বা হ্রদের কাছে কঙ্গো নদীতে গিয়ে পড়েছে। উবাংগি নদী ১,১৩০ কিলোমিটার দীর্ঘ। কঙ্গোর সাথে এর সঙ্গমস্থল থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাংগুই পর্যন্ত ৬০০ কিলোমিটার পর্যন্ত এটি নৌ চলাচলের উপযোগী।

বহিঃসংযোগ[সম্পাদনা]