উপতিষ্য (শাসক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উপতিষ্য
উপতিষ্য নগর-এর রাজা
রাজত্ব৫০৫ খ্রীঃপূঃ – ৫০৪ খ্রীঃপূঃ
পূর্বসূরিবিজয়
উত্তরসূরিপণ্ডুবাসুদেব
মৃত্যুতাম্রপর্ণী
বংশধর১০ ছেলে ও এক মেয়ে

উপতিষ্য ছিলেন পুরোহিত এবং শ্রীলঙ্কার রাজা বিজয়ের অধীনে একজন মুখ্য সরকারের মন্ত্রী। তিনি নিজের নামে একটি শহর উপতিষ্য নগর তৈরি করেন, যা শ্রীলঙ্কায় দ্বিতীয় সিংহলি রাজ্যে পরিণত হয়।

রাজকুমার বিজয়ের মৃত্যুর পর ভারত থেকে সিংহাসনের উত্তরাধিকারী রাজা পণ্ডুবাসুদেবের আগমনের আগ পর্যন্ত তিনি অল্প সময়ের জন্য উপতিষ্য নগরের রাজা হন।