উচ্চতা-পৃথকীকৃত সংযোগস্থল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উচ্চতা পৃথকীকৃত সংযোগস্থল (ইংরেজি: grade-separated junction) বলতে পরিবহন ব্যবস্থাতে অবস্থিত একটি সংযোগস্থলকে বোঝায়, যেখানে অন্ততপক্ষে একটি সেতু বা ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবহার করে ভিন্ন ভিন্ন পরিবহন পথকে উচ্চতার মাধ্যমে পৃথকীকরণ করা হয়। এ ব্যাপারটি উচ্চতা পৃথকীকরণ নামে পরিচিত।

প্রাসঙ্গিক নিবন্ধগুলি হল:

  • ইন্টারচেঞ্জ (মার্কিন ইংরেজি), যা যুক্তরাজ্যে গ্রেড সেপারেটেড জাংশন (উচ্চতা পৃথকীকৃত সংযোগস্থল) হিসেবে পরিচিত।
  • উড়ন্ত সংযোগস্থল (রেল) (flying junction), রেল পরিবহন ব্যবস্থাতে অবস্থিত একাধিক রেলপথের মধ্যে এক ধরনের উচ্চতা পৃথকীকৃত সংযোগস্থল।