উইকিপিডিয়া আলোচনা:সংকেত ও তন্ত্র পরিভাষা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তন্ত্র শব্দটি তো মানবদেহের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তাই না? --রাগিব (আলাপ | অবদান) ১৫:৩১, ৩ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

ad hoc পরিভাষা ছিল। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৫৮, ৩ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
তবে যে বাংলা শব্দই ব্যবহার করা হোক না কেন, বেখাপ্পা লাগবেই। এজন্য পরিভাষাগুলো ঠিক করতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:০১, ৩ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে system (as in transport system, signalling system etc.), এর বাংলা কী হতে পারে? ব্যবস্থা? অবশ্য হুবুহু বাংলা খুঁজতে হবে, কথা নাই। মানে word by word বাংলা না করে অর্থ ভেদে করা ... যেমন transport system এর ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা, signalling system এর জন্য সংকেত পদ্ধতি? এরকম। --রাগিব (আলাপ | অবদান) ১৬:০২, ৩ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
এ ক্ষেত্রে আমাদের বুঝতে হবে system বলতে এই বিশেষ প্রতিবেশে কী বোঝাচ্ছে। Signals and systemes-এ system বলতে signal-এর মাধ্যমে source and sink-এর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকেই বোঝায়। এভাবে চিন্তা করলে system=ব্যবস্থা-ই এখানে প্রযোজ্য।--অর্ণব (আলাপ | অবদান) ১৭:৪২, ৩ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]