উইকিপিডিয়া আলোচনা:প্রধান পাতা/প্রস্তাবনা ৩/বিষয় অনুযায়ী উইকিপিডিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নারী ও ভালোবাসা নামে একটি আলাদা বিষয় করার কি যুক্তি বুঝতে পারলাম না। নারী মানে কি ভালোবাসা নাকি? এটা তো চূড়ান্ত রেসিস্ট পুরুষতান্ত্রিক মনোভাব। একজন নারীর কাছে কি পুরুষ মানে ভালোবাসা নয়? সেকশনটি দেখে মনে হচ্ছে নারীবাদ মানেই ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিয়ে ইত্যাদি। এটা অপসারণ করা হোক। নারী নামে আলাদা সেকশন করারও কোন যৌক্তিকতা দেখছি না আমি। -- মুহাম্মদ (আলাপ) ২২:০৩, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়টি আসলে ওভাবে দেখা উচিত হবে না মুহাম্মদ ভাই। এটা দেওয়ার যে কারণগুলো রয়েছে তা হচ্ছে, প্রতি কলামে চারটা করে সেকশন দরকার ছিলো, তাই শেষের কলামে একটা আনা হয়েছে। আর সেকশন হিসেবে ঐটা কেনো আনা হয়েছে? এর কারণটা হচ্ছে জেন্ডারগ্যাপ। জেন্ডারগ্যাপ বর্তমানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক গোলের মধ্যে থাকা একটি ইস্যু। এটি সেকশন হিসেবে প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে নারী অবদানকারীরা যেনো বিষয়টির প্রতি আকৃষ্ট হন এবং এ সংক্রান্ত নিবন্ধগুলোর মানোন্নয়নে উৎসাহী হন। আশা করি বোঝাতে পারলাম। এখানে আসলে রেসিজমের কিছুই নেই। নারী = ভালোবাসা নয়, নারী ও ভালোবাসা; দুটি ভিন্ন ব্যাপার। নামে পরিবর্তন করা যেতে পারে, তবে বিষয়বস্তুর তাৎপর্য আছে। — তানভিরআলাপ০৩:০৮, ৮ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]