উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮/সংগ্রহশালা/মার্চ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তালিকায় যুক্ত করার অনুরোধ[সম্পাদনা]

Torres del Paine National Park , Kauai , Oia, Greece নিবন্ধ তিনটি তালিকায় যুক্ত করার অনুরোধ রইলো। এগুলো বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলির একটি। Shahidul Hasan Roman আলাপ ০৫:২৪, ০১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তিনটিই “ভূগোল, ভূতত্ত্ব ও আবহবিদ্যা” অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২০, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকায় নতুন নিবন্ধ যোগের অনুরোধ[সম্পাদনা]

আমি [১] নিবন্ধটি অনুবাদ করতে চাইছি যা তালিকায় নেই। আমি যদি এটি অনুবাদ করি তবে কিনা গ্রহণ করা হবে,অনুগ্রহ করে জানানো হলে বিশেষ কৃতজ্ঞ থাকবো। — সুপ্রতীম বিশ্বাস (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দুঃখিত, যেমনটি লেখা রয়েছে তালিকার সবার উপরে, এই প্রতিযোগিতায় জীবনী সংক্রন্ত নিবন্ধ যুক্ত করা হয়ন। তাছাড়া, নিবন্ধটি ছোট। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৬, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকায় নতুন নিবন্ধ যোগের অনুরোধ[সম্পাদনা]

আমি [২] নিবন্ধটি অনুবাদ করতে চাইছি যা তালিকায় নেই। আমি যদি এটি অনুবাদ করি তবে কিনা গ্রহণ করা হবে,অনুগ্রহ করে জানানো হলে বিশেষ কৃতজ্ঞ থাকবো।— সুপ্রতীম বিশ্বাস (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এবারও দুঃখিত, নিবন্ধটি একেবারেই ছোট নিবন্ধ। এমন বিষয়ভিত্তিক নিবন্ধ প্রস্তাব করুন দয়া করে যেগুলো ইংরেজিতে যথেষ্ট বড়। তালিকার নিবন্ধগুলো দেখলে ধারণা পাবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৬, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি [৩] নিবন্ধটি অনুবাদ করতে চাইছি যা তালিকায় নেই। আমি যদি এটি অনুবাদ করি তবে কিনা গ্রহণ করা হবে,অনুগ্রহ করে জানানো হলে বিশেষ কৃতজ্ঞ থাকবো[সম্পাদনা]

উপমহাদেশে নৃতত্ব ও পুরাতত্বচর্চা কেন্দ্রিক অনেক খানি আলোকপাত করা যাবে ওনার জীবন কে ধরলে।আর তাছাড়াও ওনার জীবনী যে টি ইংরেজি তে আছে,সেটাতে একবারেই কৃত্রিম,অসম্পূর্ণ।আর বিশেষ কোনো তথ্যই তাতে নেই তার জীবন ও পুরো বাংলা রচনা সমগ্র আর নৃ্তত্বচর্চার দিকটি অনুবাদ করেছিলাম। সেখানে অনুবাদ এর ক্ষেত্রে আমি বাড়তি তথ্যই বেশি যোগ করেছি।সেই কারনে আমি আপনাদের,বিষয়টি বিবেচনা করে দেখতে বলছিলাম।শুধু অনুবাদ নয়,আমি একটি সম্পূর্ণ লেখার চেষ্টা করছি।আর দ্বিতীয় ক্ষেত্রেও তাই (https://en.wikipedia.org/wiki/Aranghata)।ইংরেজি লেখায় তথ্য তেমন কিছু নেই বললেই চলে।আমি অনুবাদ করে অনেক টাই নিজের লেখা জুড়েছি।আপনারা একবার লেখাটি নিয়ে দেখতে পারেন।তারপরে বাদ দেবেন কিনা ভেবে দেখবেন।

আর যেটা বলার সেটা একটা আবেদন বৈ আর কিছু না-

বাংলা সংস্কৃতি ও সাহিত্যের মূলে যে লোকজ ভাব ঐতিহ্য আছে তা নিয়ে আপনারা কোনো শ্রেণী দেননি।এটা অদ্ভত ব্যাপার।আপনারাই বলুন দেশীয় সঙ্গীত(country music) এর চেয়ে ধামাইল কিংবা ঝুমুর নিয়ে বাংলায় ভালো লেখা উইকিপিডিয়া তে থাকবেনা।বাংলার সাংস্কৃতিক অইতিহ্যে এরকম বহু বহু নাম।দুটো নাম বললাম শুধু।এরকম লোকজ উপাদান উপমহাদেশে অনেক আছে।সেগুলো যদি মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়,তাহলে মাতৃভাষায় প্রতি বোধ হয় খানিক সুবিচার হবে। — সুপ্রতীম বিশ্বাস (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রথমত, উক্ত নিবন্ধ দুইটির কোনোটিই প্রতিযোগিতার আওতাভুক্ত হবে না। দুইটি নিবন্ধই আকারে ছোট, আর Verrier Elwin নিবন্ধটি ব্যক্তিবিষয়ক। তবে অবশ্যই বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে উক্ত নিবন্ধ দুইটি লেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আর বাংলা সংস্কৃতি ও সাহিত্য বা ঐতিহ্য বিষয়ক নিবন্ধের পরামর্শ থাকলে নির্দিষ্ট নিবন্ধ আমাদেরকে জানাতে পারেন, যথাযথ হলে আমরা যোগ করে দেব। তবে লক্ষ্য রাখবেন নিবন্ধের আকার যেন প্রতিযোগিতার জন্য নির্বাচিত অন্যান্য নিবন্ধের মত বড় এবং মানসম্মত হয়। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৪:৫৬, ৩ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন গুলি একটু সমাধা করলে সুবিধে?[সম্পাদনা]

তাহলে কি আমি প্রবন্ধ দুটি তৈরি করে পাঠাবো।তাছাড়াও আরও অনেক এরকম লোকজ আর দেশিয় উপাদান নিয়ে নিবন্ধ হতে পারে।কিন্তু সেসব কিছুই আপনাদের তালিকায় নেই।তব একি সেগুলো বাংলা উইকিপিডিয়ায় স্থান পাবে না?আমি পরামর্শ হলো,আপনারা মতামত দিলে তবেই পাঠাবো।আপনারা নিবন্ধের মান ও তার আকার নিয়ে নিঃসংশয় থাকতে পারেন।সে ব্যাপারে নিজেকে যথেষ্ট যত্নবাণই মনে হয়,বাকিটা জানান।আর এল্যুইন ব্যক্তি হিসেবে না দিয়ে যদি এল্যুইন ও উপমহাদেশে লোকসংস্কৃতিচর্চা দিই আপত্তি থাকবে।সে ক্ষেত্রে আকার নিয়ে নিঃসংশয় থাকতে পারেন।জানালাম।— সুপ্রতীম বিশ্বাস (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনার প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আপনি সম্ভবত বুঝতে পারেন নি। উত্তর: আপনি বাংলা উইকিপিডিয়াতে বিশ্বকোষীয় যেকোন নিবন্ধ লিখতে পারেবন, যেকোন সময়। এ জন্য আপনাকে সেগুলো কাউকে পাঠাতেও হবে না, এখানে জমাও দিতে হবে না। নির্দিষ্টভাবে সেগুলো শুধু এই প্রতিযোগিতার জন্য গণ্য হবে না। তবে বাংলা উইকিপিডিয়াতে থাকবে, সমস্যা নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৬, ৩ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]