উইকিপিডিয়া আলোচনা:গণিত পরিভাষা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় Zaheen, আমার যে যে শব্দের বাংলা দরকার আমি এখানে লিখে রাখব, সময় করে মূল পেজে সেগুলোর বাংলা করে দিয়েন? থ্যাংকস।

  • associativity (as in associativity of matrix multiplication)
  • argument, parameter (of a function)
  • linear (as in a function being linear)
  • intersection, union, complement of sets
  • algorithm
  • computation
  • pair (a, b)
  • integral, measure
  • dummy variable, bound variable (computer science)
  • formal, informal

incidentally, আমার মনে হয় কতগুলো ব্যাপারের বাংলা করার কোন দরকার নেই। সেগুলোর ব্যাপারেও একটা consensus হলে খারাপ হয় না। কতগুলোর ব্যাপারে আমি creative হতে রাজি আছি। bound variable এর আমার বাংলা হলো সর্বনাম :-) --ইমাম তাশদীদ উল আলম ২৩:২৯, ১৭ অক্টোবর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু প্রশ্ন,

  • back gearing কোন অর্থে?
  • transitive এর বাংলা এরকম হওয়ার কারণ কি?
  • subtraction এর সহজ বাংলা বিয়োগফল হওয়াই বাঞ্ছনীয় নয় কি?
  • undirected বলতে যদি undirected graph বুঝিয়ে থাকেন তবে অনির্দেশকের থেকে দিকবিহীন অনেক যুক্তিসঙ্গত না?
  • nonsingular কি লিনিয়ার এলজেব্রা টার্ম? অবিশিষ্ট বললে কিছুই বোঝা যায় না।
  • আপনি কি বাংলা একাডেমী পরিভাষা বা ওরকম কিছু ব্যবহার করছেন? না করলে এই তালিকাটা কি আপনার নিজের? বা অন্য কোন স্ট্যান্ডার্ড ফলো করছেন? মানে, আমরা যারা গণিতে লিখছি তাদের এই ব্যাপারগুলোয় ভেবে চিন্তে ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। সবচেয়ে ভালো হয় এই পেজটাতেই আমাদের আলোচনার সারমর্ম লিখে রাখলে। ভালো রেফারেন্স পয়েন্ট।

respect for random walks, just too good a translation. --ইমাম তাশদীদ উল আলম ১১:০৮, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর সহযোগীদের "পরিভাষা"[সম্পাদনা]

মুহম্মদ জাফর ইকবাল ইদানিং এককভাবে ও অন্যান্যদের সাথে কিছু গণিতের বই প্রকাশ করেছেন। এর কয়েকটি থেকে কিছু পরিভাষা glean করে নীচে দেয়া হল।

  • counting number - গণনাকারী সংখ্যা, কাউন্টিং নাম্বার
  • natural number - প্রাকৃতিক সংখ্যা, নেচারাল নাম্বার।
  • whole number - পূর্ণ সংখ্যা
  • positive number - ধনাত্মক সংখ্যা
  • negative number - ঋণাত্মক সংখ্যা
  • Integer - ইন্টিজার নাম্বার
  • Directed number - ডিরেক্টেড নাম্বার
  • Freezing point - ফ্রিজিং পয়েন্ট
  • Positive - পজিটিভ
  • Negative - নেগেটিভ
  • NUmber line - নাম্বার লাইন, সংখ্যা রেখা
  • Rounding - রাউন্ডিং
  • Round (verb) - রাউন্ড করা
  • Even number - ইভেন নাম্বার
  • Odd number - অড নাম্বার
  • Power of a number - নাম্বারের পাওয়ার
  • Index - ইন্ডেক্স
  • Square of a number - নাম্বারের স্কয়ার
  • Cube of a number - নাম্বারের কিউব

এভাবে, নাম্বারের স্কয়ার রুট, স্কয়ার করা, কিউব রুট, ফ্যাক্টর, প্রাইম নাম্বার, প্রাইম ফ্যাক্টর, নেগেটিভ ফ্যাক্টর, লোয়েস্ট কমন মাল্টিপল, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ফ্র্যাকশন, নিউমেরাটর, ডিনোমিনেটর, প্রপার ফ্র্যাকশন, মিক্সড নাম্বার, লোয়েস্ট টার্মস এরকম শত শত বাংলিশ term বারবার ব্যবহার করা হয়েছে। এগুলোর সবগুলোরই বাংলা আছে, কিন্তু বাংলা পরিভাষাগুলোকে মোটামুটি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এবং বাংলা হরফে একধরনের জগাখিচুড়ি বাংলিশ ভাষায় গোটা বই লেখা হয়েছে। হিসাব করলে হয়ত দেখা যাবে, সরাসরি প্রতিবর্ণীকৃত ইংরেজি শব্দের সংখ্যা মোট শব্দের ৬০-৭০% আর বাকী যে সব বাংলা শব্দ (হল, করা, বানানো, ইত্যাদি অতিপ্রয়োজনীয় function word-এর একটা অত্যন্ত ক্ষুদ্র সেট যেগুলো না লিখলে বাংলা বলে কোন কিছু চালানো যায় না) তা শুধু বাক্যতে যেন ন্যূনতম বাংলা বাংলা গন্ধ থাকে তার জন্য দয়া করে লেখা। লেখকেরা পারলে গোটা বইটা ইংরেজিতে লিখে প্রতিবর্ণীকরণ করে বাংলা হরফে দিয়ে দিতে পারতেন; দয়াবশত তা যে করেননি, তার জন্য তাঁরা ধন্যবাদার্হ। --অর্ণব (আলাপ | অবদান) ১২:০৮, ২৫ মার্চ ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন পরিভাষা যোগ[সম্পাদনা]

প্রিয় সম্পাদক, দয়া করে নিবন্ধটিতে নিচের শুব্দগুলোর বাংলা পরিভাষা যোগ করা যায় কিনা দেখবেন:

  • abscissa: ভুজ
  • arithmetic series/progression: গুণোত্তর ধারা/প্রগমন
  • binomial: দ্বিপদী
  • binomial theorem: দ্বিপদী উপপাদ্য
  • cardinal number: অঙ্কবাচক সংখ্যা
  • coordinate system: স্থানাংক ব্যবস্থা
  • combination: সমাবেশ
  • denominator: হর
  • digit: অঙ্ক
  • divident: ভাজ্য
  • divisible: বিভাজ্য
  • divisor: ভাজক
  • factorial: গৌণিক
  • geometric series/progression: গুণোত্তর ধারা/প্রগমন
  • graph: লেখ
  • highest common factor (H.C.F.): গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.)
  • lowest common multiple (L.C.M.): লঘিষ্ঠ সাধারণ গুণীতক (ল.সা.গু.)
  • mean: মধ্যক
  • multiplicand: গুণ্য
  • multiplier: গুণক
  • numerator: লব
  • ordinal number: পূরণবাচক/ক্রমবাচক সংখ্যা
  • ordinate: কোটি
  • permutation: বিন্যাস
  • progression: প্রগমন
  • quadratic: দ্বিঘাত
  • quartic: চতুর্ঘাত
  • quintic: পঞ্চঘাত
  • quotient: ভাগফল
  • series: ধারা/শ্রেণী
  • term: পদ
  • unitary method: ঐকিক নিয়ম
  • variation: ভেদ

hyperbola-এর অর্থ অধিবৃত্ত করলে তা বেশি যুৎসই হবে বলে মনে হয় (নিবন্ধে hyperbola ও parabola উভয়ের অর্থ পরাবৃত্ত লেখা হয়েছে)।

--Mhpv04 (আলাপ) ১৪:১১, ১৮ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Mhpv04: আপনার প্রস্তাবিত পরিভাষাগুলি ঠিকই আছে। পারলে আপনিই যোগ করে দিন। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:০৪, ১৮ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen: ঠিক আছে, ধন্যবাদ। (ভুলবশত 'arithmetic series'-এর বাংলা 'গুণোত্তর ধারা' লিখেছিলাম, আসলে হবে 'সমান্তর ধারা'; মূল নিবন্ধে ঠিক করে লেখা হয়েছে।) --Mhpv04 (আলাপ) ১৫:৩১, ১৯ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]