উইকিপিডিয়া:সিদ্ধান্ত
![]() | এই প্রকল্প পাতা অথবা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই প্রকল্প পাতা অথবা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৩ বছর আগে Ferdous (আলাপ | অবদান) এই পাতাটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় বিভিন্ন সময়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতানৈক্যে পৌঁছায়। এই পাতায় সেসকল সিদ্ধান্তের সারসংক্ষেপ সংরক্ষণ করা হয় যাতে নতুন ব্যবহারকারীগণ সহজে উক্ত সিদ্ধান্তের ব্যাপারে অবগত হতে পারেন।
সারসংক্ষেপ যোগের ক্ষেত্রে অল্প কথায় ও সহজবোধ্য বাংলায় লিখতে হবে এবং উক্ত আলোচনার লিংক অবশ্যই যুক্ত করতে হবে।
সিদ্ধান্ত[সম্পাদনা]
- আংশিক বাধাদান বাংলা উইকিপিডিয়াতে চালু করার জন্য সম্প্রদায় পক্ষে মত দেয়। [বাধাদান সরঞ্জাম চালুর প্রস্তাব]