উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/খান আল নোমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


ব্যবহারকারী:খান আল নোমান এবং ব্যবহারকারী:শুভ হাল্ক একই ব্যক্তি বলে মনে হচ্ছে। সম্প্রতি 203.223.95.171 আইপি থেকে শুভ হাল্ক নামে একটি বট অনুমোদনের অনুরোধ করা হয়েছে, যেখানে অপরেটররের নাম দেয়া রয়েছে খান আল নোমান। আবার শুভ হাল্ক কর্তৃক তৈরি ব্যবহারকারী:শুভ হাল্ক/Beyblade: Metal Fusion শিরোনামে একটি উপপাতায় খান আল নোমান অবদান রেখেছেন। এছাড়াও শুভ হাল্ক এখানে একটি আবেদন করেছেন যেখানে "আব্দুল্লাহ আল নাহিয়ান" নামে স্বাক্ষর করেছেন এবং খান আল নোমান এখানে "আব্দুল্লাহ আল নোমান" নামে স্বাক্ষর করেছেন। ইতোপূর্বে আফতাব ভাই খান আল নোমানের আলাপ পাতায় উক্ত বিষয়ে একটি বার্তাও রেখেছেন। তাই আমার ধারণা সম্ভবত এদের যে কোনো একজন ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:০৭, ১৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

একমত - ব্যবহারকারী:খান আল নোমান এবং ব্যবহারকারী:শুভ হাল্ক একই ব্যক্তি। এছাড়া ব্যবহারকারী:Noman02 নামে আর একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই তিনটি অ্যাকাউন্ট থেকে যে সমস্ত নিবন্ধ সম্পাদনা হচ্ছে, সেখানে 116.58.205.XYZ এবং 203.223.95.XYZ আইপি থেকে এই তিন জনের নাম নিয়ে সম্পাদনা হচ্ছে। এতে কোন সন্দেহ নেই, এই তিনটি অ্যাকাউন্ট একই ব্যক্তির। বার বার বিভিন্ন স্থানে অনেকেই লগ-ইন করে সম্পাদনা করার অনুরোধ করেছেন, কিন্তু সেই সব অনুরোধ বিফলে গেছে। আইপি থেকে বেশির ভাগ সম্পাদনা হচ্ছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৩৯, ৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
style="background:#FFC7C7;vertical-align:middle;text-align:center;" class="table-no"|নামহিন ভাই আমি জানিনা কে অনুরোধ করেছে। আর আমি শুভ হাল্কের পাতায় কাজ করি কারণ শুভ হাল্ক আমার বড় ভাই। সে উইকিতে নতুন। তাই সে নিবন্ধন বা পাতা তৈরী করতে জানে না। আমি তাকে উপদেশের মাধ্যমে সাহায্য করছি। কিন্তু আমি তার একাউন্ট ব্যবহার করিনা। আমি জানিনা কে আমার ভাই এর একাউন্টকে বট বলছে এবং আমি তার অপারেটর।(আব্দুল্লাহ আল নোমান (আলাপ) ০৯:০৫, ১৭ অক্টোবর ২০১৪ (ইউটিসি))[উত্তর দিন]
বোধিসত্ত্ব আপনি অতিরিক্ত করছেন। আমি আব্দুল্লাহ আল নাহিয়ান নয়। আমি হলাম আব্দুল্লাহ আল নোমান। আমার বড় ভাই শুভ হাল্ক বা আব্দুল্লাহ আল নাহিয়ান। আমার একটি এ্যাকাউন্ট আছে। বৌধিসত্ত্ব আপনি একায় কি পৃথিবীর একমাত্র বোধিসত্ত্ব। নোমান নামে কোটি কোটি ব্যক্তি আছে। আমি জানিনা নোমান০২ কে। আপনাদের হিন্দু ধর্মের মুর্খাজীর পদবীর একমাত্র লোক আছে তা ছাড়া কেউ নেই। আপনার পদবী কি?আপনার পদবীর সাথে আপনার ভাই বা পিতার মিল নেই। আশাকরি বুঝতে পেরেছেন নোমান০২ আমি নয়|----------(খান আল নোমান}}০৯:২৯, ৬ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
খান আল নোমান এবং শুভ হাল্ক দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি ধরে নিলাম। কিন্তু আমি ব্যবহারকারী:খান আল নোমানসহ আরো কয়েকটি আইপিকে বাধাদান করতে যাচ্ছি এবং ব্যখ্যাটি দেওয়ার প্রয়োজন অনুভব করছি। উক্ত দুজন ব্যবহারকারীকে বারবার লগইন করে সম্পাদনার কথা বলা হয়েছে কিন্তু সেটা কোন সমস্যা নয়। মূলত 116.58.205.XYZ এবং 203.223.95.XYZ প্যাটার্নের আইপি থেকেই সাধারণত এসব সমস্পাদনা করা হয়ে থাকে। আইপি থেকে সম্পাদনা করে নিজেদের নামে স্বাক্ষর করে আসছেন খান আল নোমান ও শুভ হাল্ক। প্রথমে ব্যবহারকারী:203.223.94.225/খেলাঘর পাতায় কয়েকজন উইকিপিডিয়ানদের নিয়ে ব্যাপক কুরুচিপূর্ণ পাতা তৈরি করেন ব্যবহারকারী:203.223.94.225-যা বর্তমানে বাধাদানকৃত অবস্থায় রয়েছে। এরপর এখানে পাতা তৈরি করে একই কাজ করা হয় এবং এক্ষেত্রে 116.58.205... সিরিজের আইপি ব্যবহার করা হয়। সম্প্রতি একই সিরিজের আইপি থেকে ব্যবহারকারী:116.58.205.206/খেলাঘর পাতায়ও একই কাজ করা হয়। একই আইপি থেকে এখানে খান আল নোমান নামে স্বাক্ষর করা হয়; এ থেকেই প্রমাণ হয় আইপিসমূহ ও ব্যবহারকারী একই ব্যক্তি। তিনি উদ্দেশ্যপ্রনোদিতভাবে ব্যবহারকারীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করে পাতা তৈরি করছেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আরো ব্যবহারকারী:203.223.94.215/খেলাঘর, ব্যবহারকারী:116.58.205.254/খেলাঘর --যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।