উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৩২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এ নিউজবয় হিরো থানহাউসার কোম্পানি নির্মিত একটি আমেরিকান নির্বাক স্বল্পদৈর্ঘ্য নাট্য চলচ্চিত্র। এটি একটি আদর্শ রম্য নাটক, চলচ্চিত্রে দেখানো হয় শীত মৌসুমে কোন এক রাতে জন বেইলি নামের একজন মদ্যপ মাতাল অবস্থায় বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে আঘাত করে। তার স্ত্রী ও সন্তান এঅবস্থায় বাড়ি থেকে বের হয়ে যায়। তারা তুষারপাতের মধ্যে বের হয়ে যায় এবং বরফের মধ্যে ঘুমিয়ে পড়ে। একজন খবরের কাগজ ফেরিওয়ালা ছেলে তাদের বাঁচিয়ে বাড়িতে নিয়ে যায়। মদ্যপাবস্থা কেটে গেল জন তার পরিবারের খোঁজ করে, কিন্তু সংবাদপত্রে মৃত্যুর খবর পড়ে বিশ্বাস করে যে তারা মারা গেছে এবং সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। স্যালভেশন আর্মির একজন সদস্য তাকে রক্ষা করেন এবং তারপর সে তার পরিবারের সাথে পুনরায় মিলিত হন। চলচ্চিত্রে একমাত্র পরিচিত কৃতিত্ব দেয়া হয়েছিল দম্পতির সন্তান মারি'র চরিত্রে অভিনয় করা মারি এলিনকে। (বাকি অংশ পড়ুন...)