উইকিপিডিয়া:বট/বহির্ভুক্তি মান্যতা
অবয়ব
এই পাতাটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলীর একটি প্রস্তাবনা অথবা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই প্রস্তাবনাটি এখনও উন্নতি করার স্তরে আছে যা আলাপ পাতায় আলোচনা চলছে ,অথবা এইটিকে গ্রহন করার জন্য সকলের ঐকমত্য নেওয়ার প্রক্রিয়া চলছে। সুতরাং এই পাতাটি এই মুহুর্তে নীতিমালা বলে গণ্য হবে না। |
উইকিপিডিয়ার কিছু কিছু পাতা রয়েছে যেসব পাতায় কোনো বট সম্পাদনা করা উচিত নয়। এসব পাতা কোনো বটের কাজের আওতাভুক্ত হলেও বট যাতে সেসব পাতায় কোনোরূপ সম্পাদনা না করে সেজন্য বহির্ভুক্তি মান্যতা বিবেচনা করা হয়। এক্ষেত্রে দুটি কৌশলকে কাজে লাগানো হয়।
- {{bots|deny=অননুমোদিত বটের নাম}}: কোনো পাতায় এই টেমপ্লেটটি যুক্ত করা হলে
deny
পরামিতিতে থাকা বটসমূহ পাতাটি সম্পাদনা করতে পারবে না। (বিস্তারিত) - {{nobots|allow=অনুমোদিত বটের নাম}}: কোনো পাতায় এই টেমপ্লেটটি যুক্ত করা হলে
allow
পরামিতিতে থাকা বটসমূহ ব্যতীত অন্য কোনো বট পাতাটি সম্পাদনা করতে পারবে না। (বিস্তারিত)
বিশেষ ব্যতিক্রম ব্যতীত সকল বট এটি মেনে চলে। কিছু কিছু বট রয়েছে যারা এটি মান্য করলে মূল কাজে বিঘ্ন ঘটবে (যেমন নকীব বটের সম্পাদনা যুদ্ধের বিজ্ঞপ্তি)। এরূপ বটসমূহ অবশ্যই ব.অ.অ-এ তার কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং বহির্ভুক্তি অমান্যকারী উইকিপিডিয়া বট বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে।