উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/Jembot
অবয়ব
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: Jembot
- পরিচালক: -jem-
- কাজ: Template:NUMBEROF/data এর উপাত্ত হালনাগাদ
- প্রোগ্রামিং ভাষা:
- সম্পাদনার মোড:
- সম্পাদনার হার: প্রতি রাতে একবার
- বিস্তারিত: প্রতিদিন ১২:০০ টায় (ইউটিসি) উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যানের উপাত্ত হালনাগাদ করবে।
নকীব সরকার বলুন... ০৮:০২, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
আলোচনা
[সম্পাদনা]@আফতাবুজ্জামান:@Wikitanvir: মন্তব্যের অনুরোধ জানাচ্ছি-নকীব সরকার বলুন... ০৮:০৫, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- বিরোধিতা করছি। নতুন সম্পাদকের জন্যে এই বট আবেদনের ঘোর বিপক্ষে আমি। একবছরের কম সময় উইকিতে থাকা কারোকে বটের অনুমোদন দেয়ার কোনো মানে নেই; আগে তার নিজের ডেডিকেশন ও কর্মক্ষমতা দেখাক, তারপর চিন্তা করা যেতে পারে। তার সম্পাদনা ও অন্যান্য অবদান সন্তোষজনক নয় বলে আমি মনে করি। - Ashiq Shawon (আলাপ) ০৮:১৮, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @Ashiq Shawon: ভাইয়ার বিরোধিতার কারণ বুঝতে পারছি। কিন্তু বটটি ইতোমধ্যে স্প্যানিশ, আরবি সহ আরো কিছু উইকিতে নিয়মিত অবদান রাখছে।এটি আমার কোনো অ্যাকাউন্ট নয়। বরং এটি একটি বৈশ্বিক বট যা আমি এবং আফতাব ভাই অনুরোধ করেছি। তাই আপনাকে আবারও বিবেচনার অনুরোধ জানাচ্ছি। নকীব সরকার বলুন... ১০:৩১, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
যদি প্রতি রাতে একবার মাত্র সম্পাদনা করে তবে বট ফ্ল্যাগের দরকার নেই বলে আমি মনে করি। এটার কার্যক্রম সেক্ষেত্রে কোনো সমস্যাই করবে না। বটের ব্যবহারকারী পাতায় এটি বলে দেওয়া যায় যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। — তানভির • ১০:৪৮, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)